শান্তিপূর্ণ: জোর করে বুথের ভেতর ঢুকে বিরোধীদের বার করে ছাপ্পা ভোট করানোর অভিযোগ উঠেছে শান্তিপুরে। পুলিশ বাধা দিলে ‘বহিরাগতদের’ হাতাহাতি হয় পুলিশের সঙ্গে এবং বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা হয় পুলিশের। ঘটনাটি শান্তিপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের ১২৭ নম্বর বুথের। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাঠিচার্জ করে বলে জানা যায়। সেই সঙ্গে কয়েকজনকে আটক করে হয়।
আরও পড়ুন- বিকেল ৫ টার পরেই হকি খেলা হবে! কীসের ইঙ্গিত দিলেন ‘কেষ্ট’
বিরোধীদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। জানা যায়, দুপুর তিনটে নাগাদ হঠাৎই একদল যুবক জোর পূর্বক বুথের ভেতর ঢুকে পড়ে। সিপিআইএম এবং বিজেপি এজেন্ট ও প্রার্থীদের বুথের ভেতর থেকে বের করে দেওয়া হয়। এরপরে চলছিল দেদার ছাপ্পা ভোট। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশবাহিনী। পুলিশের সঙ্গে রীতিমতো ধাক্কাধাক্কি শুরু হয় ছাপ্পা কারীদের। অভিযোগ, কয়েক জন দুষ্কৃতী পুলিশের বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করে। এর পরেই লাঠিচার্জ করে পুলিশ। বেশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। যদিও তৃণমূলের বিরুদ্ধে বিরোধীদের যে অভিযোগ তা অস্বীকার করেছে ঘাসফুল শিবির।
উল্লেখ্য, সাংবাদিক বৈঠক করে শান্ত ভোটের কথাই বলেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। জানিয়েছেন, মানসিক অবসাদ ও নিশ্চিত পরাজয় জেনে প্রচারে ভেসে থাকার চেষ্টা করছে বিরোধীরা৷ দুর্ভাগ্যজনকভাবে কিছু অভিযোগ এসেছে৷ কোনও কোনও সংবাদমাধ্যমের সাংবাদিক ও চিত্র সাংবাদিক অনৈতিক ভাবে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছে৷ তৃণমূল কংগ্রেসকে ভোট না দেওয়ার জন্যে প্ররোচনা দেওয়া হয়েছে৷