প্রয়াত শিক্ষাবিদ, রাজনীতিক কৃষ্ণা বসু

প্রয়াত শিক্ষাবিদ, রাজনীতিক কৃষ্ণা বসু

কলকাতা: প্রয়াত কৃষ্ণা বসু৷ আজ সকালে দশটা পাঁচ নাগাদ কৃষ্ণাদেবীর মৃত্যু হয় একটি বেসরকারি হাসপাতালে৷ বয়স হয়েছিল ৮৯ বছর৷ শোকাহত নেতাজি পরিবার৷ তৃণমূলের প্রাক্তন সাংসদের মৃত্যুতে শোকের ছায়া শাসক শিবিরে৷

যাদবপুর কেন্দ্রে তিন বারের সাংসদ পদে ছিলেন কৃষ্ণা বসু রাজনীতিক৷ শিক্ষাবিদ হিসেবে পরিচিত ছিলেন তিনি৷ একাধারে শিক্ষাবিদ ও রাজনীতিক থছিলেন কৃষ্ণাদেবী৷ ১৯৩০ সালের ২৬ডিসেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন কৃষ্ণা বসু৷ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজিতে স্নাতকোত্তর হন তিনি৷ কলকাতা সিটি কলেজে অধ্যপনাও করতেন তিনি৷ ওই কলেজের অধ্যক্ষের পদও সামলেছেন তিনি৷ ৪০ বছর ধরে করেছেন অধ্যাপনা৷ হৃদযন্ত্রের সমস্যার কারণে আজ তাঁর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর৷ আজ তাঁর দেহ রাখা হবে নেতাজি ভবনে৷ দুপুরের পর থেকে বিকাল পর্যন্ত রাখা হবে তাঁর দেহ৷

পরিবার সূত্রে খবর, সম্প্রতি তাঁর স্ট্রোক হয়েছিল৷ গত ৪-৫দিন ধরে অসুস্থ ছিলেন৷ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়৷ শুক্রবার থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়৷ শেষবেয়াল তাঁর সঙ্গে হাসপাতালেই ছিলেন দুই ছেলে সুগত বসু ও সুমন্ত বসু৷ আজ তাঁকে কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন করা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + six =