আলিমুদ্দিনকে শেষ বিদায়, ডিওয়াইএফআই দফতরের পথে বুদ্ধদেবের মরদেহ, পথে মানুষের ঢল

কলকাতা: আলিমুদ্দিন স্ট্রিটের দলীয় দফতর থেকে শেষ বারের মতো বার করে আনা হল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ। এখান থেকে বুদ্ধবাবুর দেহ নিয়ে যাওয়া হচ্ছে…

buddha go

কলকাতা: আলিমুদ্দিন স্ট্রিটের দলীয় দফতর থেকে শেষ বারের মতো বার করে আনা হল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ। এখান থেকে বুদ্ধবাবুর দেহ নিয়ে যাওয়া হচ্ছে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই-এর রাজ্য দফতর দীনেশ মজুমদার ভবনে৷ বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন ডিওয়াইএফআই-এর রাজ্য শাখার প্রতিষ্ঠাতা সম্পাদক। তাঁর বন্ধু এবং কমরেড দীনেশ মজুমদার ছিলেন সভাপতি। পৌনে ৪টে পর্যন্ত দীনেশ মজুমদার ভবনে শায়িত থাকবে দেহ। সেখানে শ্রদ্ধাজ্ঞাপনের পরে মিছিল করে দেহ নিয়ে যাওয়া হবে শিয়ালদহের এনআরএস হাসপাতালে। তাঁর শেষ যাত্রায় শহরে মানুষের ঢল৷