ফের বড়সড় ট্রেন দুর্ঘটনা রাজ্যে, বেলাইন লোকাল ট্রেন

হাওড়া: অল্পের জন্য রক্ষা পেল খড়গপুর থেকে লোকাল ট্রেন৷ সোমবার দুপুরে রামরাজাতলা স্টেশনে বেলাইন ট্রেন হয় দক্ষিণ-পূর্ব শাখায় একটি লোকাল ট্রেন৷ বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়৷ দুর্ঘটনার জেরে ব্যাহত খড়গপুর শাখার ট্রেন চলাচল৷ জানা গিয়েছে, খড়গপুর থেকে একটি ফাঁকা লোকাল ট্রেন যাচ্ছিল হাওড়ার দিকে৷ টিকিয়াপাড়া কারশেডে ঢোকার কিছু আগেই ঘটে এই দুর্ঘটনা৷ ওভারহেডের বিদ্যুৎপোস্টের সঙ্গে

ফের বড়সড় ট্রেন দুর্ঘটনা রাজ্যে, বেলাইন লোকাল ট্রেন

হাওড়া: অল্পের জন্য রক্ষা পেল খড়গপুর থেকে লোকাল ট্রেন৷ সোমবার দুপুরে রামরাজাতলা স্টেশনে বেলাইন ট্রেন হয় দক্ষিণ-পূর্ব শাখায় একটি লোকাল ট্রেন৷ বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়৷ দুর্ঘটনার জেরে ব্যাহত খড়গপুর শাখার ট্রেন চলাচল৷ জানা গিয়েছে, খড়গপুর থেকে একটি ফাঁকা লোকাল ট্রেন যাচ্ছিল হাওড়ার দিকে৷ টিকিয়াপাড়া কারশেডে ঢোকার কিছু আগেই ঘটে এই দুর্ঘটনা৷ ওভারহেডের বিদ্যুৎপোস্টের সঙ্গে জোরদার ধাক্কা লাগে লোকাল ট্রেনটির৷ এরপরই একটি বগি লাইনচ্যুত হয়ে যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =