রামপুরহাট: বগটুই কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যু নিয়ে সিবিআইয়ের বিরুদ্ধে আরও বিস্ফোরক অভিযোগ করলেন তাঁর স্ত্রী। দাবি করা হচ্ছে, সিবিআই লালনকে এত মেরেছিল যে তাঁর সারা শরীর নীল হয়ে গিয়েছিল। এমনকি লালনের জিভ কেটে নেওয়া হয়েছিল বলেও দাবি করা হয়েছে! একই সঙ্গে সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগও করেছেন তাঁর স্ত্রী। সব মিলিয়ে বিতর্কের কোনও শেষ নেই।
আরও পড়ুন- যাদবপুরে ছাত্রীকে জাত তুলে অপমান! কাঠগড়ায় অধ্যাপক, ব্যবস্থা নেওয়ার আর্জি
এদিন লালনের স্ত্রী জানান, পুরো শরীরে নীল দাগ রয়েছে লালনের। পা ও হাতের তলাতেও মারের দাগ রয়েছে। ওর জিভ কেটে নিয়েছে। সিআইডি তদন্ত চেয়ে লালনের মৃতদেহ নিতেও অস্বীকার করেছে পরিবার। পাশাপাশি তাঁর দাবি, হার্ড ডিক্স চেয়ে তাঁর বাড়িতে গিয়ে হুমকি দিয়েছিলেন কয়েকজন সিবিআই আধিকারিক। এমনকি হার্ড ডিস্ক না দিলে ৫০ লক্ষ টাকা দিতে হবে বলেও হুমকি দিয়েছিলেন সিবিআইয়ের ওই আধিকারিক। এই অভিযোগ লালন পত্নীর। এদিকে লালন শেখের দেহের ময়নাতদন্তের রিপোর্ট আসার আগেই তাঁর মৃত্যুতে খুনের মামলা রুজু করল বীরভূম জেলা পুলিশ৷ সিবিআইয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ এনে মঙ্গলবার সকালে রামপুরহাটে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পের সামনে বিক্ষোভ করেন লালন শেখের আত্মীয়-স্বজনরা।
উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় রামপুরহাটের পান্থশ্রী অতিথিনিবাসে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসের শৌচাগার থেকে উদ্ধার করা হয় লালন শেখের ঝুলন্ত দেহ৷ কিছুক্ষণ পর ঘটনার ছবি প্রকাশ করে সিবিআইয়ের তরফে দাবি করা হয়, শৌচাগারে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন লালন৷ কিন্তু তাঁর পরিবারের দাবি, লালনকে খুন করা হয়েছে৷