৪ রাজ্যকে সতর্কবার্তা, 'মোখা' মোকাবিলায় তৈরি হচ্ছে লালবাজারও

কলকাতা: বছরের প্রথম ঘূর্ণিঝড়ের পূর্বাভাস আমফানের স্মৃতি মনে করিয়ে দিয়েছে সকলকে। তাই আগে থেকেই এবার সব রকমের প্রস্তুতি নিয়ে রাখার পরিকল্পনা করা হয়েছে প্রশাসনের তরফে। আবহাওয়া দফতরের আভাস অনুযায়ী, রবিবার ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। সোমবার তা গভীর নিম্নচাপে পরিণত হয়ে মঙ্গলবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে মধ্য বঙ্গোপসাগরে। সেই প্রেক্ষিতে হাতে কয়েকদিন সময় আছে। এই সময়ের মধ্যেই প্রস্তুতির কাজ শুরু করে দিয়েছে লালবাজারও।
দিল্লির মৌসম ভবন ইতিমধ্যেই দেশের পূর্ব উপকূলের ৪ রাজ্যকে সতর্ক করেছে। আর সেই তালিকায় আছে পশ্চিমবঙ্গও। ফলে তৈরি হচ্ছে কলকাতা পুলিশও। ঘূর্ণিঝড় কোন অভিমুখে যাবে, এমনই পর্যন্ত তা বলা না গেলেও প্রস্তুতিতে কোনও রকম খামতি রাখতে চাইছে না কেউই। তাই আমফানের কথা মাথায় রেখে আগে থেকেই বিভিন্ন পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। কারণ এই ঘূর্ণিঝড় এলে তা আমফানের মতোই বিধ্বংসী হবে বলে ধারনা মিলেছে। লালবাজার সূত্রে খবর, ঝড় পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় তৈরি হয়েছে ইউনিফায়েড কমান্ড সেন্টার। শনিবার থেকেই তারা কাজ শুরু করবে।
জানা গিয়েছে, শহরের প্রতিটি থানা এলাকায় গাছ কাটার মেশিন-সহ প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করার যাবতীয় সরঞ্জাম তৈরি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া দমকল, এনডিআরএফ, কেএমসি, সিইএসসি সকলকেই সজাগ থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, ঝড়ের গতি ৬০ থেকে ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত হতে পারে। তাই স্বাভাবিকভাবেই বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা থেকেই যায়।