কলকাতা: অনুপ মাঝি ওরফে লালার আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট৷ কয়লা পাচার কাণ্ডে সিবিআই-এর এফআইআর খারিজের আবেদন জানিয়েছি আদালতের দ্বারস্থ হয়েছিলেন লালা। কিন্তু কলকাতা হাইকোর্ট জানায়, রেলের জমির মধ্যে তদন্ত করতে পারবে সিবিআই। রেলওয়ে আইন অনুযায়ী তারা তদন্ত চালাতে পারবে। তবে অন্যত্র তদন্ত করার জন্য রাজ্যের অনুমতি প্রয়োজন রয়েছে৷
আরও পড়ুন- ফেব্রুয়ারিতে পরিবর্তন যাত্রা, মোদির সভা! বিজেপি পশ্চিমবঙ্গে তৈরি
হাইকোর্ট আরও জানায়, রাজ্যের এক্তিয়ারভুক্ত এলাকায় অভিযানের জন্য রাজ্যের অনুমতি নেওয়ার প্রয়োজন রয়েছে৷ রাজ্যের আধিকারিকদের যুগ্মভাবে অপারেশন চালাতে হবে বলেও জানায় কলকাতা হাইকোর্ট৷ তবে কয়লাকাণ্ডে কেন রাজ্য পুলিশকে নিয়ে তল্লাশি, কলকাতা হাইকোর্টের নির্দেশে অসন্তোষ প্রকাশ করে সিবিআই৷ নির্দেশের প্রতিলিপি পেলে তারা লিগাল সেলের সঙ্গে আলোচনা করতে পারে বলেও সূত্রের খবর৷ সিবিআই প্রয়োজনে ডিভিশন বেঞ্চে যেতে পারে বলেও জানা গিয়েছে৷
এদিকে কয়লা ও গরু পাচার কাণ্ডে অভিযুক্ত যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রর কাছে ভারত ছাড়াও আরও দুটো দেশের পাসপোর্ট রয়েছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে৷ ওই পাসপোর্ট ব্যবহার করেই বিনয় মিশ্র পালিয়ে বেড়াচ্ছেন বলে মনে করছে সিবিআই৷ তার বিরুদ্ধে তদন্ত শুরু পর মধ্যপ্রাচ্যের একাধিক দেশে বেশ কয়েকবার বিনয় মিশ্র যাতায়াত করেছেন বলেও জানা গিয়েছে৷
আরও পড়ুন- “বেহালায় পার্থবাবুর বিধানসভার দরজা বন্ধ”, চরম হুঁশিয়ারি শোভনের
ওই দুই দেশে তিনি বিপুল পরিমাণ বিনিয়োগ করেছেন বলেও সূত্রের খবর৷ কয়লা ও গরু পাচারের টাকা তিনি ওই দুই দেশে পাচার করেছেন কিনা, সেই বিষয়েও তদন্ত শুরু করা হয়েছে৷ ইতিমধ্যেই বিদেশ মন্ত্রকের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর আধিকারিকদের৷
কয়লা কাণ্ডে আয়কর দফকতরের অভিযান শুরুর পর দিন থেকেই ফেরার যুব তৃণমূল নেতা বিনয় মিশ্র৷ তার বিরুদ্ধে ভারতীয় পাসপোর্টের নম্বর দিয়ে লুক আউট নোটিশ জারি করা হয়েছে৷