কলকাতা: সুদূর আফগানিস্তানে কাজের সন্ধানে পাড়ি দিয়েছিলেন নদিয়ার তাহেরপুরের বাসিন্দা লালবাহাদুর কুণ্ডু৷ সেখানে ক্যাটারিংয়ের কাজ করতেন তিনি৷ আর্থিক ভাবে অস্বচ্ছল পরিবারের ছেলে লালবাহাদুর আফগানিস্তানে পাড়ি দিয়েছিলেন ভালো উপার্জনের আশায়৷ কিন্তু আফগানিস্তানে এখন তালিবানি রাজ৷ প্রায় গোটা দেশ এখন জঙ্গিদের কব্জায়৷ বেশ কয়েকদিন কাবুল বিমানবন্দরে আটকে ছিলেন লালবাহাদুর৷ অবশেষে ঘরে ফিরল নদিয়ার ছেলে৷
আরও পড়ুন- ঠাঁয় হল না হাসপাতালে, ‘অসুস্থ’ প্রাক্তন মন্ত্রীকে ফিরতে হল লকআপেই
গতকাল রাতে নদিয়ার বাড়িতে ফেরেন লালবাহাদুর৷ সেখানে কেমন পরিস্থিতি শোনালেন তিনি৷ লালবাহাদুর বলেন, ‘‘আফগানিস্তানে পরিস্থিতি সকলেরই জানা৷ যাঁরা সেখানে কাজ করতে গিয়েছে, সকলে জেনেই গিয়েছে৷ তবে আমাদের বাড়ি ফিরতে কোনও অসুবিধা হয়নি৷’’ তিনি জানান, ২০১৫ সালে ক্যাটারিং-এর কাজে আফগানিস্থানে গিয়েছিলেন তিনি। দীর্ঘ কয়েক বছর ধরে কাবুলই ছিল তাঁর ঠিকানা৷ তবে প্রতি বছর নিয়মিত বাড়ি আসতেন। কিন্তু এবার বাড়ি ফিরলেন একেবারে৷
আরও পড়ুন- ঘাটতি মেটাতে বাজার থেকে ভ্যাকসিন সিরিঞ্জ কিনল কলকাতা পুরসভা
গতকাল রাতেই বাড়ি ফিরেছেন লালবাহাদুর। তিনি সাংবাদিকদের বলেন, তালিবান ক্ষমতা দখলের পরেই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে তাঁদেরকে কাবুল থেকে কাতারে নিয়ে যাওয়া হয়। প্রশাসনিক এবং সেনাবাহিনীর সহযোগিতায় তিনি নিজের বাড়িতে ফিরতে পেছেন৷ খাওয়া দাওয়ারও অসুবিধা হয়নি৷ নির্বিঘ্নেই বাড়ি ফিরতে পেরেছেন৷ বুধবার ফোন করে লালবাহাদুর মা-বাবাকে জানিয়েছিলেন, বিমানের অভাবে দেশে ফিরতে পারছেন না৷ বিমান বন্দরেই অপেক্ষায় আছেন৷ ছেলের চিন্তায় উদ্বেগের মধ্যে ছিল পরিবার৷ হবে নাই বা কেন৷ কাবুল বিমানবন্দর যেন যুদ্ধ ক্ষেত্র হয়ে উঠেছে৷ একদিকে মার্কিন সেনা অন্যদিকে তালিবানের গুলি৷ সর্বত্র দেশ ছাড়ায় হুড়োহুড়ি৷ বিমানের চাকায় বসে দেশ ছাড়তে গিয়ে আকাশ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু দেখেছে বিশ্ববাসী৷ তবে এই কঠিন পরিস্থিতির মধ্যেই ঘরে ফিরেছে বাংলার ছেলে৷