প্রিয় ‘দাদা’ সুস্থ হতেই ফের ময়দানে লক্ষ্মী, শেয়ার করলেন ছবি

সমস্ত আশঙ্কার অবসান ঘটেছে এ দিন। সম্পূর্ণ সুস্থ হয়ে অবশেষে বাড়ি ফিরেছেন মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়।

 

কলকাতা: সমস্ত আশঙ্কার অবসান ঘটেছে এ দিন। সম্পূর্ণ সুস্থ হয়ে অবশেষে বাড়ি ফিরেছেন মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। বিগত কিছুদিন ধরে দাদার অনুগামী এবং ভক্তরা প্রত্যেকেই আশঙ্কা গ্রস্থ হয়েছিল। সেই অনুগামীদের থেকে কিছু আলাদা ছিলেন না লক্ষ্মীরতন শুক্লা। আজ প্রিয় ‘দাদি’ বাড়ি ফিরতেই ফের ময়দানে নেমে পড়লেন তিনি। মহারাজের সঙ্গে একেবারে ক্রিকেট মাঠে! ছবিও শেয়ার করেছেন তিনি।

এদিন নিজের টুইটার হ্যান্ডেল একটি হাতে আঁকা ছবি পোস্ট করেন লক্ষ্মীরতন শুক্লা। ছবিতে দেখা যাচ্ছে তিনি এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের হেলমেট, প্যাড পরে হাতে ব্যাট নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। হঠাৎ বোঝা যাচ্ছে দুজনেই ক্রিজে ব্যাটিং করছেন আর দাদা তাঁকে কিছু বোঝাচ্ছেন। এই ছবি পোস্ট করে লক্ষ্মী লেখেন, “আসল নেতা বা ক্যাপ্টেন সে হয় না যে শুধু খেলে, আসল নেতা সেই হয় যে নিজের দলকে খেলায়”। যদিও এই ছবির সঙ্গে রাজনৈতিক কোনো যোগ কেউ খুঁজে পাবে না। উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন লক্ষ্মীরতন শুক্লা। একইসঙ্গে হাওড়া জেলার সভাপতি পদ থেকেও পদত্যাগ করেছেন তিনি। শুক্লার পদত্যাগী ইতিমধ্যেই রাজনৈতিক চর্চা শুরু হয়ে গিয়েছে। 

 

এদিকে আজ, দীর্ঘ চিকিৎসার ধকল কাটিয়ে অবশেষে বাড়ি ফিরলেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ আজ সকালে হাসপাতাল থেকে বাড়ি ফিরেন তিনি৷ সৌরভের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ডোনাদেবী৷ হাসপাতাল ছাড়ার আগে সাংবাদমাধ্যমের মুখোমুখি হন দাদা৷ সংক্ষিপ্ত সাংবাদিক বৈঠকে তাৎপর্যপূর্ণ ভাবে ফিরে আসার বার্তাও দিয়ে রাখেন মহারাজ৷ জানান, তিনি এখন সম্পূর্ণ সুস্থ৷ খুব দ্রুত উড়ানের জন্য প্রস্তুত বলেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন মহারাজ৷ তবে, সাংবাদিকদের ছোড়া রাজনৈতিক প্রশ্ন কৌশলে উড়িয়ে দিয়েছেন দাদা৷

সাফ জানিয়ে দেন, ‘‘আমার কোনও চাপ নেই৷ জীবন ফিরে পেলাম৷ আশা করি, দ্রুত উড়তে পারব৷’’ অসুস্থার পাশাপাশি রাজনৈতির ময়দানে সৌরভের অভিষেক নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে গুঞ্জন৷ সৌরভের অসুস্থতার পিছনে ‘চাপ’ আছে বলেও রাজনীতিতে তৈরি হয়েছে বিতর্ক৷ এবার সেই বিতর্কে আমল না-দিয়ে হাসপাতালে দাঁড়িয়ে করে গেলেন তাৎপর্যপূর্ণ মন্তব্য৷ জানিয়ে গেলেন, খুব দ্রুত তিনি ফিরবে, প্রস্তুতি নিচ্ছেন উড়ানের৷ তবে, মহারাজ কি রাজনীতির উড়ানের প্রস্তুতি নেওয়ার কথা বললেন? সুস্থ্য সৌরভ-মন্তব্যে নতুন করে তৈরি হয়েছে চর্চা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × two =