‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে উপভোক্তা বাড়ছে, গ্রাহক পেরোচ্ছে ২ কোটি

‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে উপভোক্তা বাড়ছে, গ্রাহক পেরোচ্ছে ২ কোটি

cm-announces-salary-hike-for-bengal-anganwadi-workers

lakkhir bhandar

কলকাতা: রাজ্যের মহিলারা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন। ২০২১ বিধানসভা নির্বাচনের আগে এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভোটের পর সেই মতো কাজও হয়েছে। আজ এটা সকলের জানা যে, বাংলায় শাসক শিবিরের ‘লক্ষ্মী ভাণ্ডার’ অন্যতম সফল প্রকল্প। এই প্রকল্প শুরু হওয়ার ২ বছর কেটে গিয়েছে, কিন্তু তার জনপ্রিয়তা কমেনি। এতদিনে ২ কোটি উপভোক্তা হয়েছে এই প্রকল্পে এমন দাবি করেছে তৃণমূল সরকার। তবে হালে সেই সংখ্যাও টপকে যাওয়ার সম্ভাবনা। 

জানা গিয়েছে, প্রাথমিকভাবে বাংলার দেড় কোটি মহিলা এই প্রকল্পের আওতায় থাকলেও তার সংখ্যা বৃদ্ধি পেয়ে ২ কোটির কাছে গিয়েছিল। এখন তা সেই সংখ্যাও পেরিয়ে যাচ্ছে। কারণ সম্প্রতি শেষ হওয়া ‘দুয়ারে সরকার’ শিবিরের মাধ্যমে আবেদনকারী আরও ৯ লক্ষ মহিলাকে এই প্রকল্পের সুবিধা দিতে চলেছে রাজ্য বলে খবর মিলেছে। নবান্ন সূত্রে খবর, এটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে দুর্গাপুজোর উপহার হতে চলেছে বঙ্গের মহিলাদের জন্য। এমনটা হলে একটি প্রকল্পের উপভোক্তা সংখ্যার নিরিখে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ অনন্য রেকর্ড সৃষ্টি করবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। 

বিশেষজ্ঞ মহলের হিসেব, এতদিনে এই প্রকল্পের কারণে প্রতি মাসে রাজ্যের কোষাগার থেকে খরচ হতে প্রায় ১ হাজার ৯০ কোটি টাকা। নতুন করে ৯ লক্ষ উপভোক্তা যোগ হলে সেই খরচ প্রতি মাসে ৪৫ কোটি টাকা করে বাড়তে পারে। সব মিলিয়ে মোট খরচ সাড়ে ১৩ হাজার কোটি টাকাও ছাপিয়ে যেতে পারে ফি বছরে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =