ভুলবশত রাস্তায় ফেলেছিলেন ৪৫ হাজার টাকার লটারির টিকিট! মালিককে খুঁজে তা ফেরালেন পুরসভার সাফাই কর্মী

ভুলবশত রাস্তায় ফেলেছিলেন ৪৫ হাজার টাকার লটারির টিকিট! মালিককে খুঁজে তা ফেরালেন পুরসভার সাফাই কর্মী

207bba91565f2ac2dd3e1b7f73400883

বনগাঁ: বাড়িতে পড়ে রয়েছে অসুস্থ ছেলে৷ চিকিৎসার খরচ জোগাতে লটারির টিকিট কিনেছিলেন দিনমজুর বাবা৷ কিন্তু এই জীবনে ভাগ্যের চাকা আর ঘুরলে না৷ হতাশা থেকেই ব্যাগ ভর্তি লটারির টিকিট রাস্তায় ফেলে রেখে চলে গিয়েছিলেন দিনমজুর বাবা৷ ওই ব্যাগটি খুঁজে পান পুরসভার কর্মীরা৷ অর্থপ্রাপ্তির বিষয়টি বুঝতে পরেই মালিকের খোঁজ শুরু করেন তাঁরা৷ তাঁকে খুঁজে বার করে তুলে দেন টিকিটের ব্যাগ৷ ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার বনগাঁয়৷ 

আরও পড়ুন- উত্তরে জারি অতিবৃষ্টি, দু’তিন ঘণ্টার মধ্যেই ঝেঁপে বৃষ্টি কলকাতাসহ দক্ষিণের জেলায়

পুরসভা সূত্রে জানা গিয়েছে, পেশায় দিনমজুর ওই লটারি বিজেতার নাম আশিস ভট্ট। তিনি গোপালনগর থানার আকাইপুর এলাকার বাসিন্দা৷ ছেলের চিকিৎসার টাকা জোগাতে সোমবার সকালে আকাইপুর বাজার এলাকায় থেকে বেশ কিছু লটারির টিকিট কেটেছিলেন তিনি। আশিসবাবু জানান, অনেক আশা নিয়েই বনগাঁ পুরসভা সংলগ্ন খেলাঘর মাঠ এলাকায় একটি লটারির দোকানে টিকিট মেলাতে গিয়েছিলেন তিনি। কিন্তু, দোকানদার জানান, তিনি পুরস্কার জিততে পারেননি। সে কথা শোনার পরই টিকিটটি রাস্তায় ফেলে দিয়ে সেখান থেকে চলে যান আশিসবাবু। 

পরে সেখানে যান বনগাঁ পুরসভার সাফাই বিভাগের কয়েকজন কর্মী। তাঁরা দেখেন ওই দোকানের সামনে লটারির টিকিট পড়ে রয়েছে। পুরকর্মী দেবু দত্ত বলেন, “টিকিট নিয়ে আমরা মিলিয়ে দেখি তাতে ৪৫ হাজার টাকার পুরস্কার রয়েছে। এরপরেই আমরা টিকিটের মালিকের খোঁজ করতে শুরু করি। রাতে মালিকের হদিশ মেলে। খবর পেয়ে মঙ্গলবার দুপুরে বনগাঁ পুরসভায় আসেন আশিসবাবু। তার হাতে লটারির টিকিটগুলি তুলে দেন বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। তিনি বলেন, “আমাদের সাফাই বিভাগের কর্মীরা অত্যন্ত সৎ। তাঁরা হারিয়ে যাওয়া লটারির টিকিটও ফিরিয়ে দিল। উনি অসুস্থ ছেলের চিকিৎসায় এই টাকা খরচ করতে পারবেন।” 

এদিকে টিকিট ফিরে পেয়ে চোখে জল আশিসবাবুর। তাঁক কথায়, ‘‘ওই টিকিটে ৪৫ হাজার টাকা জিতেছি। পরে বিষয়টা জানতে পেরে অনেক খোঁজখবর করেছি৷ বনগাঁ পুরসভা ও সাফাই বিভাগের কর্মীদের সততার জন্যই আজকে আবার হারানো টিকিট ফিরে পেলাম। এবার ছেলের চিকিৎসায় কিছুটা সুরাহা হবে।”