১০০ ঘণ্টা পর অবরোধে ইতি, উঠে গেল কুড়মিদের আন্দোলন

১০০ ঘণ্টা পর অবরোধে ইতি, উঠে গেল কুড়মিদের আন্দোলন

e20be09bbd23cb34f3abd81b49dad718

কলকাতা: টানা পাঁচ দিন ধরে চলতে থাকা আন্দোলন অবশেষে উঠল শনিবার। দীর্ঘ ১০০ ঘণ্টা পর নিজেদের রেল অবরোধ তুলে নিলেন কুড়মি মাহাতো সম্প্রদায়। এদিন সকাল থেকে আন্দোলনকারীদের সঙ্গে জেলাশাসকদের বৈঠক চলছিল। সেই বৈঠক ফলপ্রসূ হওয়াতেই এই আন্দোলন উঠে গিয়েছে বলে মনে করা হচ্ছে। পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ বিভিন্ন জায়গায় আন্দোলন করছিল তারা, বিগত কয়েকদিন প্রায় ২৫০-র কাছাকাছি ট্রেন বাতিল হয়েছে। তবে অবশেষে স্বস্তি মিলল।

আরও পড়ুন- ৫৯০০০ প্রাথমিক শিক্ষকের মেধাতালিকা প্রকাশ করতে হবে পর্ষদকে, নির্দেশ হাই কোর্টের

রেল অবরোধ থেকে শুরু করে জাতীয় সড়কও অবরুদ্ধ করে রেখেছিল কুড়মি সম্প্রদায়। এতে কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছিল বলে ধারণা করা হয়েছে। দীর্ঘ সময় ধরে ট্রাক, গাড়ি, রেল সব আটকে ছিল। বহু টাকার আনাজ নষ্ট হয়েছে এই কয়েকদিনে। তাই এখন এই অবরোধ উঠে যাওয়ার খবরে বড় স্বস্তি পাওয়া গিয়েছে। কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্তির দাবি নিয়ে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর-সহ রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষোভ বাড়তে শুরু করে। সেই প্রেক্ষিতেই হতে থাকে ট্রেন অবরোধ। শনিবারও প্রায় ৪২ টি এক্সপ্রেস, মেমু, প্যাসেঞ্জার স্পেশাল, মেমু স্পেশাল বাতিল করে দেওয়া হয়েছে বলে রেল সূত্রে খবর।

এতদিন যে যে ট্রেনগুলি বাতিল হয়েছে সেগুলি হল ১৮০৮৬ রাঁচি-খড়্গপুর এক্সপ্রেস, ১২৮১৪/১২৮১৫ টাটানগর-হাওড়া-টাটানগর স্পেশাল, ১২৮৭১/১২৮৭১২ হাওড়া-তিতলাগড় ইস্পাত এক্সপ্রেস, ১৮১৮৩/১৮১৮৪ টাটানগর-দানাপুর-টাটানগর এক্সপ্রেস, ০৮০৭১/০৮০৭২ খড়্গপুর-টাটানগর-খড়্গপুর প্যাসেঞ্জার স্পেশাল, ০৮০৪৯/০৮০৫০ খড়্গপুর-ঝাড়গ্রাম-পুরুলিয়ার মেমু স্পেশাল, ০৮৬৪১/০৮৬৪২ আদ্রা-বরকনা-আদ্রা মেমু প্যাসেঞ্জার, ০৩৫৯৮/০৩৫৯৭ আসানসোল-রাঁচি-আসানসোল মেমু প্যাসেঞ্জার, ০৩৫৯৬/০৩৫৯৫ বোকারো স্টিল সিটি-আসানসোল-বোকারো স্টিল সিটি মেমু প্যাসেঞ্জার, ০৮৬৪৭/০৮৬৪৮ আদ্রা-বরাভূম-আদ্রা স্পেশাল, ০৮৬৯৮/০৮৬৯৭ পুরুলিয়া-ঝাড়গ্রাম-পুরুলিয়া মেমু প্যাসেঞ্জার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *