kuntal ghosh
কলকাতা: বিধাননগর পুরসভার কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতেই বৃহস্পতিবার হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে তাঁর। তবে দেবরাজের বাড়িতে সিবিআই হানা নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম ধৃত কুন্তল ঘোষ। তাঁর সাফ মন্তব্য, সিবিআইয়ের কাজ নেই, তাই খই ভাজছে।
বৃহস্পতিবার শুধু দেবরাজের বাড়িই নয়, সিবিআই পৌঁছে গিয়েছিল তাঁর স্ত্রী কীর্তন শিল্পী অদিতি মুন্সীর স্টুডিওতেও। নিয়োগ দুর্নীতিতে উঠেছে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ৷ সেই মামলার তদন্তে অদিতির স্বামীর বাড়িতে সিবিআই তল্লাশিতে চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। এদিকে আজ এই মামলার শুনানিতেই আদালতে তোলা হয়েছিল ধৃত কুন্তল ঘোষকে। তাঁকে তখন এই তল্লাশি অভিযান নিয়ে প্রশ্ন করা হলে তিনি মন্তব্য করেন, ‘সিবিআইয়ের কাজ নেই তো খই ভাজ।’
এদিকে অনেকেরই ধারণা তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর মাথায় হাত রয়েছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কারণ, তাঁর হাত ধরেই তৃণমূলে দ্বিতীয় ইনিংস শুরু করেছিলেন দেবরাজ৷ ২০১৮ সালে কীর্তন শিল্পী অদিতি মুন্সির সঙ্গে গাঁটছড়া বাঁধেন তৃণমূল নেতা৷