Aajbikel

ব্যক্তিগত পরিচিতি নেই! অভিষেককে নিয়ে দাবি করলেন কুন্তল

 | 
কুন্তল অভিষেক

কলকাতা: শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার করা হয়েছে কুন্তল ঘোষকে। তিনি তৃণমূল নেতা ছিলেন যাকে দল বহিষ্কৃত করেছে। একাধিকবার কুন্তলের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা গিয়েছে। তিনি দাবি করেছিলেন, অভিষেকের নাম বলার জন্য তাঁকে জোর দিচ্ছে গোয়েন্দা আধিকারিকরা। তার জন্য তিনি আদালত এবং পুলিশকে চিঠিও দেন। তবে এখন কুন্তলের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ব্যক্তিগতভাবে কোনও পরিচয় নেই তাঁর। এমনকি তিনি তাঁকে চেনেন না। 

কেন্দ্রীয় গোয়েন্দারা তাঁকে যে অভিষেকের নাম বলার জন্য চাপ দিয়ে যাচ্ছেন তা এখনও বলে চলেছেন কুন্তল ঘোষ। কিন্তু পরিচয়ের বিষয় নিয়ে এতদিন তিনি সেইভাবে কোনও কথা বলেননি। তাৎপর্যপূর্ণ বিষয়, গত শনিবার কুন্তলের চিঠি মামলার প্রেক্ষিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সেখানে অভিষেক জানিয়েছিলেন, তিনি কুন্তল ঘোষকে চেনেন না। কাকতালীয় হলেও তারপরেই এখন কুন্তল ঘোষ একই দাবি করছেন। বুধবার প্রেসিডেন্সি জেলে গিয়ে কুন্তলকে জেরা করেছে সিবিআই। সেই জেরাতেই তিনি এই দাবি করেছেন বলে সূত্রের খবর। প্রসঙ্গত, কুন্তল ঘোষের চিঠি মামলায় অস্বস্তি বহাল আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য কারণ তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

তবে দুজনের যোগসূত্র কী ভাবে তৈরি হল? আসলে র্মতলায় শহিদ মিনারের সভা থেকে অভিষেক একবার দাবি করেছিলেন, হেফাজতে থাকার সময় মদন মিত্র, কুণাল ঘোষকে তাঁর নাম নিতে বলেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপরেই নিয়োগ কাণ্ডে ধৃত কুন্তল ঘোষও একই দাবি করেন। ইডি-সিবিআইয়ের বিরুদ্ধে এই সংক্রান্ত অভিযোগ জানিয়ে নিম্ন আদালত এবং হেস্টিংস থানায় চিঠি দেন তিনি। 

Around The Web

Trending News

You May like