সন্তানদের স্কুলের ফি দিতে পারছেন না, দাবি কুন্তলের! কোটি টাকার সম্পত্তির তত্ত্ব ওড়ালেন

সন্তানদের স্কুলের ফি দিতে পারছেন না, দাবি কুন্তলের! কোটি টাকার সম্পত্তির তত্ত্ব ওড়ালেন

কলকাতা: প্রাক্তন তৃণমূল নেতা কুন্তল ঘোষকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার করার পর সম্প্রতি তাঁর বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে ইডি। সেখান উল্লেখ করা হয়েছে যে তিনি কোটি কোটি টাকার মালিক। কিন্তু এদিন আদালত চত্বরে কুন্তল দাবি করলেন তাঁর এমন অবস্থা যে তিনি সন্তানদের স্কুলের ফি পর্যন্ত দিতে পারছেন না। তাঁর এও বক্তব্য, যে কোটি কোটি টাকার সম্পত্তির কথা বলা হচ্ছে, সেই সম্পত্তি তা নেই। ভুল খবর ছড়ানোর জন্য সংবাদমাধ্যমকেই পাল্টা দায়ী করছেন তিনি। 

আরও পড়ুন- দুর্নীতিতে অভিযুক্ত অয়নের টাকাতেই ছবি কৌশিকের? একই ফ্রেমে ঋত্বিক, সোহিনী, অর্জুন

সিবিআইয়ের বিশেষ আদালতে কুন্তল ঘোষের মামলার শুনানি চলছে। এদিন আদালতে চত্বরে তাঁকে বলতে শোনা যায়, পাঁচ জন সাধারণ মানুষের মতোই তাঁর সম্পত্তি রয়েছে। এখন এমন অবস্থা যে ছেলেমেয়ের স্কুলের বেতন পর্যন্ত তিনি দিতে পারছেন না। সংবাদমাধ্যমকে কাঠগড়ায় তুলে কুন্তলের দাবি, তাঁর সম্পত্তি নিয়ে যা যা দেখানো হল সবই মিথ্যে। আর এই কারণে ক্ষতি হল তাঁর নিজের, এমনকি পরিবারের। যদিও ইডি’র চার্জশিটের সূত্রে তাঁর কোটি কোটি টাকার সম্পত্তি আছে। কিন্তু সব কিছুই অস্বীকারে করেছেন কুন্তল ঘোষ।