×

ব্যক্তিগত পরিচয়, কাজের জন্য টাকা! কুন্তল-বনির সম্পর্ক নিয়ে জলঘোলা

 
kuntal_bonny

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করেছিল ইডি এবং সেই ডাকে সাড়া দিয়েছেন টলিউড অভিনেতা বনি সেনগুপ্ত। এই মামলায় ধৃত হুগলির তৃণমূল নেতা কুন্তল ঘোষের কাছ থেকে তিনি টাকা পেয়েছেন এই দাবি করেছে ইডি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এই দাবি কার্যত মেনে নিয়েছেন খোদ বনি। কী কারণে কুন্তল তাঁকে টাকা দিয়েছিলেন তা তিনি জানিয়েছেন। আবার কুন্তল নিজেও এক সংবাদমাধ্যমের প্রশ্নের ভিত্তিতে জানিয়েছেন বনিকে দেওয়া টাকা সম্পর্কে। তবে কি দুর্নীতির কালো টাকা সাদা করতে বেছে নেওয়া হয়েছিল টলিউডকে? 

আরও পড়ুন- আইনজীবীর উপস্থিতিতে এ বার কেষ্টকে জেরা করবে ED, আদালতের নির্দেশেই স্বাস্থ্যপরীক্ষা

বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি মামলায় শুনানি কুন্তল-সহ বেশ কয়েকজন অভিযুক্তের শুনানি ছিল আদালতে। শুনানি শেষ হওয়ার পর আদালত থেকে যখন কুন্তল পুলিশের গাড়িতে উঠছেন তখন বাংলার এক সংবাদমাধ্যম তাঁকে বনিকে নিয়ে প্রশ্ন করে। সেই সময় তিনি উত্তরে বলেন, বনি পাঁচ বছর কাজ করেছেন তাঁর ইভেন্টে। যে টাকা দেওয়া হয়েছে তা তাঁর পারিশ্রমিক। অর্থাৎ কাজ করে টাকা নিয়েছেন বনি। অন্যদিকে, সূত্র মারফত জানা গিয়েছে, কুন্তল ঘোষের সঙ্গে ঘনিষ্ঠতার কথা স্বীকার করে নিয়েছেন টলিউড অভিনেতা। 

ইডিকে তিনি জানিয়েছেন, কুন্তলের সঙ্গে তাঁর ব্যক্তিগতভাবে ভাল সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। আর ২০১৭ সালে তাঁকে গাড়ি কিনতে টাকা দিয়ে সাহায্য করেছিলেন কুন্তল। তবে তাঁর ইভেন্টে যে তিনি কাজ করেছেন সেটাও বনি উল্লেখ করেন। উল্লেখ্য,বনির আরও একটা পরিচয় রয়েছে৷ তিনি প্রাক্তন বিজেপি কর্মী৷ ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিরিে যোগ দিয়েছিলেন অভিনেতা৷  কিন্তু, গত জানুয়ারি মাসে তিনি দলের সদস্যপদ ত্যাগ করেন। 

From around the web

Education

Headlines