ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল, পাল্টা হুঁশিয়ারি কুণালের

ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল, পাল্টা হুঁশিয়ারি কুণালের

আগরতলা: ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা৷ যার জেরে শুক্রবার দুপুরে তীব্র চাঞ্চল্য ছড়ায় আগরতলার আমতলি এলাকায়৷ ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ৷ তিনি বলেন, ‘‘ত্রিপুরায় বিজেপির বিদায় ঘণ্টা বেজে গিয়েছে৷ তাই ওরা এতটাই প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছেন৷ আগামী বছর মানুষ এর যোগ্য জবাব দেবেন৷’’ একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে কুণাল বলেন, ‘‘ব্যালটেই মানুষ ওদের অত্যাচারের যোগ্য জবাব দেবে৷’’

স্থানীয় সূত্রের খবর: ‘ত্রিপুরার জন্য তৃণমূল’ এই স্লোগানকে সামনে রেখে এদিন গাড়ি নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা যখন প্রচারে বেরিয়েছিলেন তখন আগরতলা আমতলী এলাকায় বিজেপির দুষ্কৃতীরা তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপর হামলা করে বলে অভিযোগ৷ ঘটনায় আহত হয়েছেন তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন নেতৃত্ব। বর্তমানে আহতদের আগরতলা আইজিএম হাসপাতালে চিকিৎসা চলছে। যদিও বিজেপির তরফে হামলার অভিযোগ অস্বীকার করে দাবি করা হয়েছে, মিথ্যে কুৎসা করে এলাকার রাজনৈতিক হাওয়া গরম করতে চাইছে তৃণমূল শিবির৷

আগামী বছরের গোড়ায় ত্রিপুরা রাজ্যে রয়েছে উপ নির্বাচন৷ বিপ্লব দেবের নেতৃত্বাধীন বিজেপির সরকারকে হঠানোয় এই মুহূর্তে তৃণমূলের প্রধান লক্ষ্য৷ সেই লক্ষ্যেই ধীরে ধীরে ত্রিপুরার রাজনৈতিক জমিকে উর্বর করার প্রক্রিয়া জারি রেখেছে তৃণমূল শিবির৷ ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি আশিসলাল সিংহ, তৃণমূলের সর্বভারতীয় তৃণমূল নেত্রী সুস্মিতা দেবরা বলেন, এদিন এলাকায় আমাদের প্রচার গাড়ি বেরিয়েছিল৷ তখনই রে রে করে তেড়ে আসে বিজেপি কর্মীরা৷ হামলায় বেশ কয়েকজন জখম হয়েছেন৷ তবে এভাবে হামলা করে ওরা আমাদের থামাতে পারবে না৷ মানুষ এর যোগ্য জবাব দেবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × one =