সারদা মামলায় শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর কুণালের

সারদা মামলায় শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর কুণালের

কলকাতা:  সারদা মামলায় শর্ত সাপেক্ষে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে জামিন দিল আদালত। ২০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে কুণাল ঘোষের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়েছে৷ জামিন পেলেও  তদন্তে সহযোগিতা করতে হবে তাঁকে৷  নির্দেশ দিয়েছে আদালত৷ 

আরও পড়ুন- পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে শুভেন্দু অধিকারীকে? বিস্ফোরক কুণাল

বৃহস্পতিবার সারদা মামলায় ইডি-র বিশেষ আদালতে আত্মসমর্পণ করেন কুণাল ঘোষ। আদালতে জামিনের আবেদন জানান কুণাল ঘোষের আইনজীবী অয়ন চক্রবর্তী৷ ইডি সূত্রে খবর, গত ২৭শে অগাস্ট সারদা মামলায় চার্জশিট জমা পড়ে। তাতে নাম ছিল তৃণমূলের মুখপাত্রের৷ ইডি-র দাবি, ২০  সেপ্টেম্বর কুণাল ঘোষকে আদালতে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। সমের আগেই আদালতে হাজির হন কুণাল৷ 

এদিন আজ বিশেষ আদালতে কুণাল ঘোষের জামিনের বিরোধিতা করেন ইডি-র আইনজীবী। এদিন আরও একবার উঠে আসে প্রভাবশালী তত্ত্ব। ইডি-র আইনজীবী তাঁর সওয়ালে বলেন, সারদা কর্তা সুদীপ্ত সেনের মতোই কুণাল ঘোষ সাধারণ মানুষকে প্রতারণা করেন। জামিন পেলে তিনি প্রভাব খাটাতে পারেন। জবাবে কুণাল ঘোষের আইনজীবী বলেন, সিবিআই-সহ সমস্ত মামলাতেই তিনি জামিন পেয়েছেন। তাছাড়া তিনি পরিচিত মুখ। কোথায় পালাবেন? তিনি সমস্ত মামলায় সহযোগিতাও করেছেন। তাই কুণাল ঘোষের জামিনের আবেদন মঞ্জুর করা হোক।  

আরও পড়ুন- অভিজিৎ সরকারের দেহ হস্তান্তর নিয়ে তুমুল অশান্তি NRS-এ, পুলিশকে সপাটে চড় BJP নেতার

এদিকে আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের উদ্দেশে কুণাল বলেন, ‘‘২০১৩ সালে ইডি প্রথম সমন পাঠিয়েছিল৷ প্রথম থেকেই তদন্তকারী অফিসারদের সহযোগিতা করছি৷ ২০১৫ সালেও কেন্দ্রীয় এজেন্সি চার্জশিট পেশ করে৷ সেখানে আমার নাম ছিল না৷ পরে কী ভাবে আমার নাম এল বুঝতে পারছি না৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =