কলকাতা: সেপ্টেম্বর মাসেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ সফর করবেন। কেন্দ্রের তরফে তার ছাড়পত্র চলে এসেছে। প্রথমে স্পেনে এবং পরে দুবাই হয়ে দেশে ফিরবেন। তাঁর সঙ্গে বিদেশ সফরে যেতে চান তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এই ইস্যু নিয়েই এবার যত বিতর্ক সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই নিজের অনুমতির জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কুণাল। তবে তাঁর বিদেশ যাওয়া নির্ভর করছে সিবিআইয়ের ওপরও।
২০১৬ সালে সারদা মামলায় শর্ত সাপেক্ষে জামিন পান কুণাল ঘোষ। প্রাথমিকভাবে তাঁর রাজ্যের বাইরে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকলেও পরবর্তীতে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। জানানো হয়, বিদেশ যাত্রার ক্ষেত্রে আদালতের অনুমতি নিতে হবে তাঁকে। সেই প্রেক্ষিতেই এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিদেশ যেতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। কিন্তু বিচারাধীন অভিযুক্ত কী ভাবে একজন মুখ্যমন্ত্রী দলে থেকে বিদেশ সফর করবেন এই প্রশ্ন তুলেছে আদালত। এদিন এই মামলায় বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চের তরফে প্রশ্ন করা হয়, একজন বিচারাধীন অভিযুক্ত কে কী ভাবে বেছে নেওয়া হল মুখ্যমন্ত্রী টিমে?
যদিও প্রাথমিকভাবে সিবিআই এতে আপত্তি জানিয়েছে। কিন্তু তাঁদের উদ্দেশ্যেও প্রশ্ন রেখেছে আদালত। জানতে চাওয়া হয়েছে, কেউ যখন পাঁচ সাত দিনের জন্য যেতে চাইছেন, তখন আটকানো হচ্ছে কেন? এই প্রশ্ন উত্তর এখনই দেয়নি সিবিআই। তাদের কিছুটা সময় লাগবে বলে জানানো হয়েছে। আপাতত কুণাল ঘোষ নিশ্চিত হতে পারবেন না যে তাঁর যাওয়াটা আদৌ হচ্ছে কি না। প্রসঙ্গত, আগামী ১২ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী রওনা হবেন স্পেনের উদ্দেশে। তারপর দুবাই হয়ে তাঁর কলকাতায় ফেরার কথা ২৩ সেপ্টেম্বর।