কলকাতা: গ্রেফতার হওয়ার আগে সুদীপ্ত সেন তাঁকে বলেছিলেন কাকে কত টাকা দিয়েছেন, সেখানে একটি পরিবারের নাম এসেছিল। শুভেন্দু অধিকারী তাঁকে মানহানির মামলার নোটিশ পাঠিয়েছিলেন, সেই মামলা তিনি জিইয়ে রেখেছেন এবং সুদীপ্ত সেন এর বয়ান নিয়ে পাল্টা মামলা করবেন! কেডি সিং গ্রেফতার হওয়ার পর বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে চরম হুঁশিয়ারি দিয়ে রাখলে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ।
এদিন পটাশপুরের এক জনসভায় বক্তৃতা দিয়ে কুণাল ঘোষ জানান, তিনি যখন জেলে ছিলেন তখন তাঁর বন্দিজীবনকে কাজে লাগিয়ে তাঁর নামে মামলা করেছিলেন শুভেন্দু অধিকারী। মামলা লড়তে দেরি হওয়ার ১০ হাজার টাকা জরিমানা দিতে হয়েছিল তাঁকে৷ এমনকি, তাঁর অসুস্থ মা নিজের অ্যাকাউন্ট থেকে শুভেন্দুকে টাকা দিয়েছিলেন বলে দাবি করেছেন কুণাল৷ সেই ঘটনার প্রেক্ষিতে যেদিন পটাশপুর এ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সুদীপ্ত সেনের বয়ানসহ শুভেন্দু অধিকারীর নামে মামলা করবেন তিনি। একইসঙ্গে এদিন কুণাল বিস্ফোরক দাবি করে জানিয়েছেন, তাঁর বন্দীদশার সুযোগ নিয়ে পরিবারকে শেষ করেছিল শুভেন্দু অধিকারী! পাশাপাশি তিনি সিবিআইকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, ক্ষমতা থাকলে শোভন চট্টোপাধ্যায়, মুকুল রায় এবং শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করে দেখাক। কোটি কোটি টাকার দুর্নীতির হিসাব রয়েছে তাঁদের বিরুদ্ধে।
কুণাল ঘোষের এই মন্তব্যের পাল্টা দিয়েছেন বিজেপি রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। তার স্পষ্ট দাবি, কুনাল আবারও প্রমাণ করে দিলেন চোরের মায়ের বড় গলা। তিনি যখন গ্রেফতার হয়েছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে অনেক কথা বলেছিলেন। দাবি করেছিলেন সুদীপ্ত সেনের জন্য সবচেয়ে বেশি লাভবান হয়েছেন খোদ মমতা। এখন মত বদলে গেছে তাই পথ বদলে গেছে। হঠাৎ সুদীপ্ত সেনের একটি চিঠি নিয়ে বড় বড় কথা বলছেন, সেই চিঠি এতদিন কোথায় ছিল, জানতে চাইছেন তিনি। একই সঙ্গে এও স্পষ্ট করে দিয়েছেন, কুণাল ঘোষ এই ব্যাপারে যত কম কথা বলবেন, তৃণমূল কংগ্রেসের হয়ে যত কম কথা বলবেন, তত বেশি ভালো।