আইনি জটিলতা করে চাকরিপ্রার্থীদের সর্বনাশ করছেন, ২৭ লাখে মামলা লড়ছেন, বিকাশকে নিশানা কুণালের

আইনি জটিলতা করে চাকরিপ্রার্থীদের সর্বনাশ করছেন, ২৭ লাখে মামলা লড়ছেন, বিকাশকে নিশানা কুণালের

kunal ghosh

কলকাতা: সরকার যোগ্য চাকরিপ্রার্থীদের চাকরি দিতে চাইছে৷ কিন্তু কিছু আইনজীবী নিজেদের মুনাফা লাভের জন্য পরিকল্পিতভাবে আইনি জটিলতা তৈরি করছেন৷ এমনই অভিযোগ তুললেন তৃণমূলের অন্যতম মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। 

শনিবার ২০১৬ সালের এসএলএসটি চাকরিপ্রার্থীদের ১৬ জনের এক প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেন কুণাল। ওই বৈঠক শেষে কুণাল বলেন, ‘‘কিছু আইনজীবী চাকরিপ্রার্থীদের সর্বনাশ করছেন। তাঁরা ইচ্ছে করে আইনি জটিলতা তৈরি করে কেসটাকে টিকিয়ে রাখতে চাইছেন শুধুমাত্র নিজেদের মুনাফা লাভের জন্য।’’

নাম না করে বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যর উদ্দেশ কুণালের অনুরোধ, ‘‘আপনারা এঁদের থেকে দূরে থাকুন। চাকরিপ্রার্থীদের অসহায়তা নিয়ে রাজনীতি করবেন না।” প্রসঙ্গত, এদিন চাকরিপ্রার্থীরা জানান, ন্যায্য চাকরি পেতে আইনি লড়াইয়ে নেমে তাঁরা ২৭ লক্ষ টাকা খরচ করেছেন। আর চাকরিপ্রার্থীদের হয়ে যাঁরা মামলা লড়ছেন তাঁদের মধ্যে অন্যতম হলেন সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × one =