আইনি জটে আটকে কুণালের বিদেশ যাওয়া, স্বস্তি কি মিলবে

আইনি জটে আটকে কুণালের বিদেশ যাওয়া, স্বস্তি কি মিলবে

কলকাতা: চলতি মাসেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ সফর করবেন। তাঁর সঙ্গে বিদেশ সফরে যেতে চান তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তবে আপাতত আইনি জটে আটকে তাঁর বিদেশ যাওয়ার বিষয়টি। সারদা মামলা ইস্যুতে কুণাল ঘোষের রাজ্যের বাইরে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকলেও পরবর্তীতে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। কিন্তু এখনও জটিলতা আছে। 

গতকাল বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কুণাল ঘোষ। তবে আগামী ৫ সেপ্টেম্বরের আগে এই নিয়ে কোনও সিদ্ধান্ত হচ্ছে না কারণ সেদিনই মামলার শুনানির দিন ধার্য করেছে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। আসলে কুণালের বিদেশ সফর নিয়ে আপত্তি তুলেছে সিবিআই। ওইদিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আপত্তি কেন, তার কারণ হলফনামা আকারে জমা দিতে হবে আদালতে। যদিও কুণাল ঘোষের আইনজীবীর আর্জি ছিল, ৫ সেপ্টেম্বরের আগে শুনানি হলে ভালো, কারণ ভিসা পেতে সমস্যা হবে। তবে তার আগে শুনানি হবে কিনা, এখনও স্পষ্ট নয়। 

এই বিষয়ে ইতিমধ্যেই বড় প্রশ্ন তুলেছিল আদালত। বিচারাধীন অভিযুক্ত কী ভাবে একজন মুখ্যমন্ত্রী দলে থেকে বিদেশ সফর করবেন, তা বিচারপতি জানতে চান। কিন্তু সিবিআইয়ের উদ্দেশ্যেও প্রশ্ন রেখেছে আদালত। জানতে চাওয়া হয়েছে, কেউ যখন পাঁচ সাত দিনের জন্য যেতে চাইছেন, তখন আটকানো হচ্ছে কেন? প্রসঙ্গত, আগামী ১২ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী রওনা হবেন স্পেনের উদ্দেশে। তারপর দুবাই হয়ে তাঁর কলকাতায় ফেরার কথা ২৩ সেপ্টেম্বর। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *