গ্রেফতারির আগে পামেলার সঙ্গে কথা হয়েছিল! বিস্ফোরক দাবি কুণালের

গ্রেফতারির আগে পামেলার সঙ্গে কথা হয়েছিল! বিস্ফোরক দাবি কুণালের

67eb41ced9a49282860f8781045ab671

কলকাতা: মাদক পাচার কাণ্ডে গ্রেফতার হয়েছেন বিজেপি নেত্রী পামেলা গোস্বামী এবং তার একজন সঙ্গী। গ্রেফতারের পর তিনি বিজেপি নেতা রাকেশ সিংয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে বলেছেন, তিনি তাঁকে ফাঁসিয়েছেন, রাকেশ সিংকে যেন পুলিশ গ্রেফতার করে। একই সঙ্গে গোটা ঘটনায় সিআইডি তদন্ত চেয়েছেন পামেলা। এবার পামেলা গোস্বামী প্রসঙ্গে বিস্ফোরক দাবি করলেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। এক জনপ্রিয় সংবাদ মাধ্যমের আলোচনায় যোগ দিয়ে হোয়াটসঅ্যাপ চ্যাট দেখিয়ে তিনি দাবি করেছেন, গ্রেফতার হওয়ার আগে পামেলা গোস্বামী সঙ্গে কথা হয়েছে তাঁর।

কুণাল জানান, গ্রেফতার হওয়ার আগের দিন হোয়াটসঅ্যাপে তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন বিজেপি নেত্রী পামেলা গোস্বামী। বেশ কয়েকজন বিজেপি নেতাকে নিয়ে তাঁর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তিনি। এই দাবি করে নিজের সঙ্গে পামেলার কি কথা হয়েছিল সেই বিষয়ে আলোকপাত করার জন্য হোয়াটসঅ্যাপ চ্যাট দেখান কুণাল ঘোষ। সেখানে স্পষ্ট ভাবে তাদের কথোপকথন থেকে বোঝা যায়, তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে দেখা করতে চাইছেন পামেলা গোস্বামী। সময়মতো তিনি তাঁকে ফোনে কিছু বলতে চেয়েছেন। ওই জনপ্রিয় সংবাদমাধ্যমের আলোচনায় বসে গোটা হোয়াটসঅ্যাপ চ্যাটের পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র। 

বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক এবং হুগলির বিজেপি মহিলা পর্যবেক্ষক পামেলা গোস্বামীকে নিউ আলিপুর থানার পুলিশ গ্রেফতার করে। জানা গিয়েছে যখন তাকে গ্রেফতার করা হয় তখন পামেলা গোস্বামীর কাছে কয়েক লক্ষ টাকার কোকেন ছিল। বিজেপির এই নেত্রীর সঙ্গে গেরুয়া শিবিরের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং বিজেপির পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। এর মধ্যে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে রাজ্য বিজেপি নেতৃত্ব। তবে পামেলা গোস্বামী বিস্ফোরক অভিযোগ করেছেন বিজেপিরই কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় ঘনিষ্ঠ রাকেশ সিংয়ের বিরুদ্ধে! বলেছেন, তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। একই সঙ্গে সিআইডি তদন্ত চেয়ে পামেলা গোস্বামীর বক্তব্য, রাকেশ সিং যাতে গ্রেফতার হন এটাই তিনি চাইছেন। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, রাকেশ সিং যে এই ঘটনায় অভিযুক্ত তার জন্য তাঁর কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *