‘প্রতিহিংসার রাজনীতি করছে ভোটে হারা BJP’, আলাপনকে দিল্লি তলবে তীব্র প্রতিক্রিয়া কুণালের

‘প্রতিহিংসার রাজনীতি করছে ভোটে হারা BJP’, আলাপনকে দিল্লি তলবে তীব্র প্রতিক্রিয়া কুণালের

কলকাতা:  মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লি তলবকে কেন্দ্র করে ফের তরজায় কেন্দ্র-রাজ্য৷ ৩১ মে তাঁকে নর্থ ব্লকে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে৷ এর প্রতিবাদে তীব্র নিন্দায় সরব হয়েছে তৃণমূল৷ ভোট হার হজম করতে না পেরে প্রতিহিংসার রাজনীতি করছে দিল্লি, কড়া প্রতিক্রিয়া শাসক দলের৷ 

আরও পড়ুন- মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে কাজে যোগ দেওয়ার নির্দেশ

আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লি তলব করা নিয়ে কুণাল ঘোষ বলেন, ‘‘রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণের নজির গড়ল ভোটে হেরে যাওয়া নির্লজ্জ ভারতীয় জনতা পার্টি৷ বাংলার মানুষের প্রত্যাখ্যানটা বাংলায় জেইলি প্যাসেঞ্জারি করা নেতারা মেনে নিতে পারছে না৷ এটা রাজনীতি নয়৷ মানুষের সঙ্গে শত্রুতা৷ অবসরের মুখে থাকা এক্সটেনশন নেওয়া মুখ্য সচিব মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেনাপতির ভূমিকায় কাজ করছেন৷ মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবে দু’জনেরই ভাতৃ বিয়োগ হয়েছে৷ এই পরিস্থিতিতে তাঁকে যে ভাবে ডেকে পাঠানো হল, তাতে এটাই প্রমাণ হয় যে বিজেপি কতটা বাংলা বিরোধী৷’’ তিনি আরও বলেন, ‘‘এটা নোংরা রাজনীতি হিসেবে ইতিহাসে লেখা থাকবে। একজন আমলাকে অবসরের ঠিক আগে ডেকে পাঠানো হচ্ছে৷ তার উপর তিনি যখন ঘূর্ণিঝড় বিদ্ধস্ত এলাকা পরিদর্শনে ব্যস্ত। এর থেকেই বোঝা যায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কতটা বাংলা বিরোধী।’’ 

প্রসঙ্গত, মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ ৩ মাসের জন্য বাড়ানোর আর্জি জানানো হয়েছিল৷ সেই আর্জি মেনে মেয়াদ বাড়াতে সম্মত হলেও তাঁকে দিল্লি ডেকে পাঠানো হয়৷ ৩১ মে সকাল ১০টার মধ্যে কর্মীবর্গ ও প্রশিক্ষণ দফতরে হাজিরা দিতে বলা হয়েছে৷ কেন্দ্রের এই নির্দেশ আসার পরেই শুরু হয়েছে জোড় তরজা৷ তবে সায়ন্তন বসুর বক্তব্য, ‘‘কেন্দ্রই আইএএস অফিসারদের নিয়োগ করে৷ এটা প্রশাসনিক সিদ্ধান্ত৷ এটা রাজনৈতিক বিষয় নয়৷’’    
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 − 3 =