বিজেপির সভায় অসুস্থ কর্মীর মৃত্যু, শুভেন্দুকে তুলোধনা করলেন কুণাল

বিজেপির সভায় অসুস্থ কর্মীর মৃত্যু, শুভেন্দুকে তুলোধনা করলেন কুণাল

1e4c0a023742235287c08112dabd19ce

কলকাতা: দায়িত্বজ্ঞানহীন এবং অপরাধমূলক মানসিকতা! রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এই ভাষাতেই বিঁধলেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। সম্প্রতি তাঁর এক সভায় থাকাকালীন এক বিজেপি কর্মী অসুস্থ হয়ে পড়েন, তারপর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় শুভেন্দু অধিকারীকে তোপ দেগেছেন কুণাল ঘোষ। এই ইস্যুতে টুইট করেছেন তৃণমূল নেতা। 

আসলে মতুয়া অধ্যুষিত গাইঘাটায় বিজেপির নির্বাচনী সভা ছিল। বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী সেই সভায় বক্তৃতা রাখেন। কিন্তু সেখানেই বছর আটষট্টির এক বৃদ্ধ অসুস্থ হয়ে পড়েন বলে খবর। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। কুণালের বক্তব্য, শুভেন্দু অধিকারী আগেই জানতেন বৃদ্ধ মানুষটি অসুস্থ বোধ করছেন এবং সভার ভিড় থেকে বেরিয়ে গিয়েছেন। তা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেননি। এটা আদতে তাঁর উদাসীনতা, দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে আসানসোলে কম্বল বিতরণী অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ৮ জনের মৃত্যুর ঘটনা ঘটে। সেখানেও উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। তবে তিনি চলে যাওয়ার পর ঘটনাটি ঘটেছিল। 

আসানসোলের ওই ঘটনায় আবার গ্রেফতার হয়েছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। তাঁর স্ত্রীর বিরুদ্ধেও অভিযোগ ওঠে। এদিকে গত এপ্রিল মাসে শর্তসাপেক্ষে জামিন পান জিতেন্দ্র তিওয়ারি। তবে পঞ্চায়েত আবহে তাঁর জামিনের শর্ত শিথিল করেছে কলকাতা হাইকোর্ট। আসন্ন  নির্বাচনের কাজে অংশ নিতে পারবেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *