‘ডামি জামাই’ থেকে ‘ফুলটুসি’, জামাইষষ্ঠীতে শোভন-বৈশাখীকে একহাত কুণালের

‘ডামি জামাই’ থেকে ‘ফুলটুসি’, জামাইষষ্ঠীতে শোভন-বৈশাখীকে একহাত কুণালের

কলকাতা: জামাইষষ্ঠীর সকালেই কার্যত বোমা ফাটিয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ফেসবুকে নিজের নামের সঙ্গে জুড়ে দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়ের নাম। একইসঙ্গে ইঙ্গিত দিয়েছেন নতুন জীবন শুরুর! অন্যদিকে আরো বড় বিস্ফোরণ ঘটিয়ে বৈশাখীর নামে নিজের স্থাবর এবং অস্থাবর সম্পত্তি লিখে দিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। সব মিলিয়ে এই দুজনকে নিয়ে আবারও একরাশ কৌতূহল এবং জল্পনা। তবে জামাইষষ্ঠীর দিন এমন একটি ঘটনার সম্মুখীন হয়ে নিজেকে আটকাতে পারলেন না তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। এক ঢিলে দুই পাখি মারার মতো শোভন-বৈশাখীকে এক হাত নিলেন তিনি। শোভনকে বললেন ‘ডামি জামাই’, বৈশাখী হলেন ‘ফুলটুসি’।

এদিন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দোপাধ্যায়কে নিয়ে একটি টুইট করেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র। সেখানে তিনি লেখেন, “গ্লাক্সোবেবি কি নিজের পদবী ছেড়ে বন্দোপাধ্যায় পদবি নিল নাকি? জামাইষষ্ঠীর দিন ডামি জামাইয়ের এমন পদবী ত্যাগ ও ফুলটুসিকে সম্পত্তি দান? সার্কাসের এক অপূর্ব ইভেন্ট!” এর আগেও শোভন-বৈশাখী ইস্যুতে মুখ খুলে তাদের এক হাত নিয়ে ছিলেন কুণাল ঘোষ, তা সে চিটফান্ড কাণ্ডের ইস্যু হোক কিংবা এসএসকেএম হাসপাতালে শোভনের ভর্তি হবার ইস্যু। তবে আজ জামাইষষ্ঠীর দিন তাদের দুজনকে নিয়ে এমন ঘটনা ঘটবে এটা কেউ আশা করেননি আর তাই হয়তো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না তৃণমূল কংগ্রেসের মুখপাত্র।

 

উল্লেখ্য, বৈশাখী বন্দ্যোপাধ্যায় ফেসবুক প্রোফাইলের নাম পরিবর্তন করার পর থেকেই নতুন জল্পনা সৃষ্টি হয়েছে। এর পরে আবার সম্পত্তি নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে শোভন চট্টোপাধ্যায়ের। ঠিক এরই মধ্যে নিজের স্থাপন এবং অস্থাবর সম্পত্তি বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নামে লিখে দিয়েছেন তিনি! এমনটা স্বয়ং ঘোষণা করেছেন কলকাতার প্রাক্তন মেয়র। শোভন চট্টোপাধ্যায় দাবি করেছেন যে তাঁর অবর্তমানে বৈশাখী বন্দ্যোপাধ্যায় স্থাবর-অস্থাবর সম্পত্তি সব পাবেন। শুধু তাই নয়, এখন থেকে তাঁর সমস্ত কিছুর অধিকার বৈশাখীর। শোভন জানিয়েছেন যে তাঁর সব থেকে খারাপ সময় বৈশাখী তাঁর পাশে ছিল তাই এখন থেকেই তাঁকে সবকিছু লিখে দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + seven =