বিজেপি ঘনিষ্ঠদের উপাচার্য পদে গুরুত্ব দেওয়া হচ্ছে! বিস্ফোরক কুণাল

বিজেপি ঘনিষ্ঠদের উপাচার্য পদে গুরুত্ব দেওয়া হচ্ছে! বিস্ফোরক কুণাল

কলকাতা: রাজ্যের সঙ্গে রাজ্যপালের সংঘাত নতুন কিছু নয়। বিগত কয়েক বছর ধরে এই বিষয় নিয়ে রাজ্য উত্তালও হয়েছে। তবে নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোস বঙ্গে আসার পর মনে হয়েছিল সংঘাত হয়ত কমতে পারে। কিন্তু না। জগদীপ ধনকড় থাকাকালীন যে অভিযোগ ওঠেনি, তাই এবার উঠছে বোসের বেলায়। একপাক্ষিকভাবে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের অভিযোগ আনা হয়েছিল রাজ্যপালের বিরুদ্ধে। এবার এই ইস্যুতেই আরও বিস্ফোরক দাবি করলেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। 

রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে টালবাহানা বহুদিন ধরেই চলছে। আচার্য কে, মুখ্যমন্ত্রী না রাজ্যপাল, তা নিয়ে তর্কের শেষ নেই। এই আবহেই উপাচার্য নিয়োগ নিয়ে বড় দাবি করলেন রাজ্যের শাসক দলের নেতা কুণাল ঘোষ। তাঁর অভিযোগ, রাজ্যের শিক্ষাব্যবস্থার গৈরিকিকরণ করার চেষ্টা করছেন রাজ্যপাল। বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্যপদে যাদের গুরুত্ব দেওয়া হচ্ছে, হয় তারা ঘোষিত বিজেপি নয়তো বিজেপি ঘনিষ্ঠ বা সমর্থক। কুণালের কথায়, এইভাবে রাজ্যের নামী শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে বদনাম করার চেষ্টা হচ্ছে। মূলত বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কথা বলতে গিয়েই এমন দাবি করেছেন তিনি। 

এমনিতেই রাজ্যপাল যে বিজেপির হয়ে কাজ করছেন সেই দাবি তৃণমূল কংগ্রেস আগেই করেছে। পঞ্চায়েত ভোটের সময়ও এই ধরনের অভিযোগ উঠেছে। দাবি করা হয়েছিল, রাজভবন থেকে সমান্তরাল সরকার চালানোর প্রয়াস করছেন রাজ্যপাল। শাসকের সাফ অভিযোগ, রাজ্যপাল রাজ্যপালের মতো দায়িত্ব পালন করছেন না। তিনি বিজেপি নেতা হিসেবে, বিজেপির এজেন্ট হিসাবে কাজ করছেন।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − nine =