Aajbikel

জনজোয়ারকে ভয়, বিজেপির ছক! অভিষেককে 'অভিমন্যু'র সঙ্গে তুলনা করে বললেন কুণাল

 | 
kunal_abhi

কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শনিবার তলব করেছে সিবিআই। নিয়োগ কাণ্ডে ধৃত কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলাতেই এই তলব। তৃণমূল নেতা নিজেই জানিয়েছেন যে, তাঁর কর্মসূচি স্থগিত রেখে তিনি তলবে সাড়া দেবেন। আজ রাতেই অভিষেক কলকাতায় ফিরে আসছেন বলে জানা গিয়েছে। তবে এই নিয়ে বিজেপিকে আক্রমণ করতে ছাড়লেন না তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর দাবি, এটি বিজেপির ছক ছাড়া আর কিছুই নয়। 

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে এমন খবর সামনে আসতেই কুণাল ঘোষ টুইট করেন। সেই টুইটে তিনি দাবি করেছেন, '' অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনজোয়ারকে ভয় পেয়ে কর্মসূচিতে বিঘ্ন ঘটানোর চক্রান্তেই সিবিআইকে দিয়ে বিজেপির এই তড়িঘড়ি নোটিসের ছক। এভাবে নবজোয়ার থামানো যাবে না। এই অভিমন্যু চক্রব্যূহ ভাঙতে শিখে গিয়েছে।'' অন্যদিকে আবার অভিষেক নিজে টুইট করে জানিয়েছেন, আগামীকাল 'নবজোয়ার' যাত্রা স্থগিত রাখলেও রবিবার একই জায়গা থেকে আবার তা শুরু করবেন তিনি। বাংলার মানুষকে তিনি আগের থেকেও আরও বেশি পরিশ্রম এবং জেদ দিয়ে সেবা করবেন। 

তৃণমূল সাংসদকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে আগামীকাল অর্থাৎ শনিবার বেলা ১১টায়। এর অর্থ, অভিষেকের হাতে ২৪ ঘণ্টাও সময় নেই, তার আগেই হাজিরা দিতে হবে তাঁকে। এদিকে আবার তলব এড়াতে তড়িঘড়ি প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা। কিন্তু বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ থেকে মামলা রিলিজ করে দেওয়া হয়েছে৷   

Around The Web

Trending News

You May like