ওয়াশিং মেশিন রাজনীতি, শুভেন্দুরই জেলে থাকার কথা! জ্যোতিপ্রিয় ইস্যুতে কুণাল

ওয়াশিং মেশিন রাজনীতি, শুভেন্দুরই জেলে থাকার কথা! জ্যোতিপ্রিয় ইস্যুতে কুণাল

kunal ghosh

কলকাতা: রেশন বণ্টন মামলায় দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার হয়েছেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ইডির হাতে বন্দি হওয়ার পর তাঁর সাফ বক্তব্য, বিজেপি এবং শুভেন্দু অধিকারীর চক্রান্তের কারণেই এই ঘটনা। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। মন্ত্রীর পাশে দাঁড়িয়ে বিজেপি এবং শুভেন্দু অধিকারীকে তোপ দেগেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, ষড়যন্ত্র না হলে এতদিনে শুভেন্দু অধিকারীরই জেলে থাকার কথা। 

জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর পোস্টে উল্লেখ ছিল, রাজ্যের কোন কোন মন্ত্রী কবে গ্রেফতার হয়েছেন। একই সঙ্গে খোঁচা দিয়ে লিখেছিলেন, এরপর মন্ত্রিসভার বৈঠক এবং বিধানসভার অধিবেশন হয়তো জেলের মধ্যে হবে। সেই পোস্টকেই শেয়ার করে তৃণমূল নেতা কুণাল ঘোষের বক্তব্য, বিজেপির ওয়াশিং মেশিন রাজনীতির জন্য শুভেন্দু অধিকারীর কাছে ব্যাপারটি সহজ হয়ে গিয়েছে। বিরোধী দলগুলির বিরুদ্ধে খাঁচার সারমেয় ইডি এবং সিবিআইকে লেলিয়ে দিয়ে বিজেপি প্রমাণ করেছে যে এটি রাজনৈতিক কারসাজি। ষড়যন্ত্র না হলে এতদিনে শুভেন্দুরই জেলে থাকার কথা। 

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল থেকে ম্যারাথন তল্লাশির চালানোর পর রাত ৩টের সময় গ্রেফতার করা হয় রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। সিজিও কমপ্লেক্স থেকে বেরোনোর সময় তাঁর মুখে উঠে আসে চক্রান্তের কথা। বালু (জ্যোতিপ্রিয়র ডাকনাম) জানান, তিনি চক্রান্তের শিকার। এই  চক্রান্তের নেপথ্যে রয়েছে বিজেপি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − eighteen =