২১জুলাই নিয়ে বড় আশঙ্কা করে পোস্ট কুণালের! পাল্টা দিল‌ রেল

কলকাতা: একুশে জুলাইয়ের সমাবেশে বিঘ্ন ঘটানোর আশঙ্কা প্রকাশ কুণাল ঘোষের। সোশ্যাল মিডিয়ায়, সমাবেশের জন্য ট্রেন বাতিলের আশঙ্কা প্রকাশ করে পোস্ট। পাল্টা জবাব রেলের। রবিবার তৃণমূলের…

কলকাতা: একুশে জুলাইয়ের সমাবেশে বিঘ্ন ঘটানোর আশঙ্কা প্রকাশ কুণাল ঘোষের। সোশ্যাল মিডিয়ায়, সমাবেশের জন্য ট্রেন বাতিলের আশঙ্কা প্রকাশ করে পোস্ট। পাল্টা জবাব রেলের।

রবিবার তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশ। জোরকদমে চলছে প্রস্তুতি। গোটা শহর ২১ জুলাইয়ের সমাবেশের পোস্টার ব্যানারে ছেয়ে গেছে। ধর্মতলায় চলছে মঞ্চ বাঁধার কাজ। কুণাল ঘোষ লিখেছেন, “রবিবার ২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের সমাবেশ রয়েছে। সমাবেশে বিঘ্ন ঘটাতে পরের পর ট্রেন বাতিলের খবর আসছে, তালিকা দীর্ঘ। এই চক্রান্তের তীব্র নিন্দা করছি, এভাবে তৃণমূলকে থামানো যাবে না।”

এদিন কুণাল ঘোষের এই পোস্টের প্রেক্ষিতে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের কিছু ব্লকের জন্য কয়েকটি ট্রেনকে বাতিল করা হয়েছে ২০ জুলাই শনিবার এবং রবিবার ২১ জুলাই এই খবর মিথ্যে। আমি দায়িত্ব নিয়ে বলছি পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে কোনও ট্রেনকে শনিবার এবং রবিবার বাতিল করা হবে না। প্রতি রবিবার যেমন পরিষেবা থাকে তেমনই থাকবে। কোথাও একটা ভুল বার্তা গিয়েছে। সেটা সত্য নয়। সাধারণ মানুষ ২০ এবং ২১ তারিখ অন্যান্য দিনের মতোই নিজেদের সূচি অনুযায়ী যাতায়াত করতে পারবেন।”