লকেটেরও দলবদল? কুণালের ইঙ্গিতপূর্ণ টুইটে ব্যাপক জল্পনা

লকেটেরও দলবদল? কুণালের ইঙ্গিতপূর্ণ টুইটে ব্যাপক জল্পনা

0a28b8018d0b586654816fb6f26d4616

কলকাতা: সম্প্রতি বিজেপি থেকে এমন একজন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন যাকে নিয়ে কারুর সন্দেহ ছিল না বিন্দুমাত্র। বাবুল সুপ্রিয় ঘাসফুল শিবিরে যোগ দেওয়ার পর সব হিসেব যেন তছনছ হয়ে গিয়েছে রাজ্য রাজনীতির গবেষকদের। এখন যেন সবকিছু সম্ভব যেটা কেউ কল্পনা করতে পারে না। বাবুল সুপ্রিয়র মত আরো একজন কি চমক দিতে পারেন? এই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষের একটি বক্তব্যের মাধ্যমে। জল্পনা সৃষ্টি হয়েছে বিজেপি নেত্রী তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে।

আরও পড়ুন- ভবানীপুরে ভোট প্রচারে ধুন্ধুমার, দিলীপ ঘোষকে ধাক্কা, মাথা ফাটল বিজেপি কর্মীর

আজ ভবানীপুর উপনির্বাচনের প্রচারের শেষ দিন। কিন্তু সেখানে প্রচারে আসেননি বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টেবরিওয়ালের হয়ে যে তারকা প্রচারকদের নাম প্রকাশ হয়েছিল তাদের মধ্যে ছিলেন কিন্তু তিনি ভবানীপুরে প্রচারে আসেননি। এই প্রেক্ষিতে ঘাসফুল মুখপাত্র কুণাল ঘোষ টুইট করে লকেটকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে উস্কে দিয়েছেন দল বদলের জল্পনা। তাহলে কি লকেট চট্টোপাধ্যায় বাবুল সুপ্রিয়র মতো ফুল বদল করতে চলেছেন? আপাতত প্রত্যক্ষ এমন ইঙ্গিত না মিললেও আলোচনা শুরু হয়ে গিয়েছে। কুণাল তাঁর টুইটে লিখেছেন, “ধন্যবাদ এবং শুভেচ্ছা বিজেপির তারকা প্রচারক লকেট চট্টোপাধ্যায়কে যে তিনি ভবানীপুরে প্রচারে আসেননি। বিজেপি অনেক অনুরোধ করা সত্ত্বেও আপনি প্রচারে আসেননি। একজন বন্ধু হিসেবে আমি আপনার সাফল্য কামনা করি তা আপনি যেখানেই থাকেন না কেন। পৃথিবী খুব ছোট, আশা করবো আপনি যেখান থেকে নিজের রাজনৈতিক জীবন শুরু করেছিলেন সেখানেই ফিরে আসবেন।” ভবানীপুরে প্রচারে না এসে লকেট যত না জল্পনা বাড়িয়েছিলেন, এখন কুণাল ঘোষের এই টুইট আরো বেশি হইচই ফেলে দিয়েছে।

 

বাংলার বিধানসভা নির্বাচনের পর একের পর এক বিজেপি নেতা দল বদল করেছেন। মুকুল রায় থেকে শুরু করে বাবুল সুপ্রিয়, বিজেপির তারকারাও ঘাসফুল শিবিরে এসেছেন। বিধায়ক সংখ্যা কমতে শুরু করেছে এবং এখনো পর্যন্ত অনেক বেসুরো নেতাদের কথা জানা যাচ্ছে। এর মাঝে আবার লকেটকে নিয়ে আলোচনা তুঙ্গে। যদিও কিছুদিন আগের লকেট নিজে তৃণমূলে যোগ দেওয়ার বিষয়টি নিয়ে অন্য কথা বলেছিলেন। তবে বাবুল সুপ্রিয়ও রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার কথা বলে দল বদল করেছেন। তাই লকেট চট্টোপাধ্যায় মত পরিবর্তন করলে অবাক হওয়ার কিছু থাকবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *