সাত বছরেও মিলল না পূর্ণমন্ত্রী, নিশীথ-শান্তনুদের ‘অচল পয়সা’ বলে খোঁচা কুণালের

সাত বছরেও মিলল না পূর্ণমন্ত্রী, নিশীথ-শান্তনুদের ‘অচল পয়সা’ বলে খোঁচা কুণালের

কলকাতা:  মোদীর মন্ত্রিসভায় রদবদলে মন্ত্রিত্ব হারিয়েছেন বাবুল সুপ্রিয় ও দেবশ্রী রায় চৌধুরী৷ বদলে এবার দিল্লির দরবারে ঠাঁই পেয়েছেন বাংলার চার সাংসদ৷ তবে সকলেই প্রতিমন্ত্রী৷ সাত বছরে একজন পূর্ণ মন্ত্রীও পেল না বাংলা৷ যা নিয়ে খোঁচা দিলেন কুণাল ঘোষ৷ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীদের শুভেচ্ছা জানিয়ে তাঁর টিপ্পনি, সান্ত্বনা পুরস্কার পেয়েছেন বাংলার সাংসদরা৷ 

আরও পড়ুন- ভারত সরকারের কৌঁসুলি পরিচয়ে প্রতারণা সনাতনের, BJP-কে চিঠি কলকাতা পুলিশের

প্রসঙ্গত, এবার বাংলা থেকে চারজন মন্ত্রী হয়েছেন৷ নিশীথ প্রামাণিক, জন বার্লা, সুভাষ সরকার ও শান্তনু ঠাকুর৷ তাঁরা সকলেই প্রতিমন্ত্রী৷ এর পরেই সোশ্যাল মিডিয়ায় ঠুঁকে কুণাল ঘোষ লেখেন, ‘‘পূর্ণমন্ত্রী নন বাংলা পেয়েছে চার রাষ্ট্রমন্ত্রী৷ কিন্তু দামি মানিব্যাগে রাখলে অচল পয়সা কি সচল হয়ে যাবে?’’ বাবুল এবং দেবশ্রী এতদিন রাজ্যকে কী দিয়েছে সেই হিসেবটাই চান৷ বুঝবেন নতুনদের সান্ত্বনা পুরস্কারের দাম কতটুকু। ভোটের যে অঙ্কে এই খেলা, সে অঙ্ক মিলবে না।’’

প্রসঙ্গত, বিজেপি নতুন মন্ত্রিসভা গড়তে মূলত জাতপাতের ট্রামকার্ড খেলা হয়েছে৷ সেই কারণেই বাংলা থেকে বেছে নেওয়া হয়েছে নিশীথ, জন বার্লা ও শান্তনু ঠাকুরকে৷ শান্তনু মতুয়া সমাজের প্রতিনিধি৷ আর নিশীথ-জন বার্লারা টানবেন আদিবাসী চা শ্রমিক-রাজবংশী সমাজের ভোট। বিজেপি’র এই পরিকল্পনাকে চ্যালেঞ্জ জানিয়েই কুণাল ঘোষ লিখেছেন, ভোটের যে অঙ্কে খেলা, সে অঙ্ক মিলবে না৷ 

আরও পড়ুন-পুলিশের জালে এবার ভুয়ো DSP, চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা

এদিকে, মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় উষ্ণা প্রকাশ করেছেন বাবুল সুপ্রিয়৷ এর পরেই মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন বাবুল-দেবশ্রী কী ক্ষতি করল? তবে অনেকেই মনে করছেন, এই মন্তব্যে বাবুল-দেবশ্রীর সঙ্গে বিজেপি’র দূরত্ব তৈরির চেষ্টাই করেছেন মুখ্যমন্ত্রী৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *