Aajbikel

সমস্যা বাড়িতেই রাখলে পারতে! রত্নাকে পাশে নিয়ে কাকে বার্তা দিলেন কুণাল

 | 
কুণাল

কলকাতা: দুর্গাপুজো মিটে যেতেই পরপর বিজয়া সম্মেলনী করছে তৃণমূল। সেই রকমই এক সভার আয়োজন করা হয়েছিল বেহালায়। সেই অনুষ্ঠানে যোগ দিয়ে নাম না করে শোভন চট্টোপাধ্যায়কে বার্তা দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি যখন পরোক্ষে তাঁকে নিয়ে মন্তব্য করছেন তখন তাঁর পাশে ছিলেন শোভনের স্ত্রী তথা বেহালা পূর্বের বর্তমান বিধায়ক রত্না চট্টোপাধ্যায়। কী বললেন কুণাল?

বেহালার অনুষ্ঠান থেকে কুণালের স্পষ্ট বার্তা, তিনি কারোর ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করতে চান না। কিন্তু বাড়ির বিষয়টি বাড়িতে রাখলেই ভালো হত। আর দিদি (পড়ুন মমতা বন্দ্যোপাধ্যায়)-র পিঠে ছুরি মেরে বিজেপিতে যাওয়ারও কোনও প্রয়োজন ছিল না। নাম না নিয়েই শোভনের উদ্দেশ্যে কুণালের মন্তব্য, ''মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল তোমাকে ছোট থেকে বড় করল, কাউন্সিলর থেকে মেয়র করল, মেয়র থেকে মন্ত্রী করল। দিদির পিঠে ছুরি মারার জন্য বিজেপিতে যোগ দেওয়ার দরকার ছিল না।'' সকলেরই জানা, শোভন চট্টোপাধ্যায় তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তারপর তারা দুজনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলকে নিশানা করে প্রচারও করেন বিধানসভা ভোটের আগে। 

আপাতত রাজনীতিতে আর সেভাবে সক্রিয় হতে দেখা যায় না একসময় তৃণমূলের প্রথম সারির নেতাদের মধ্যে থাকা শোভন চট্টোপাধ্যায়কে। প্রায় চার বছর হয়ে গেল শহরের প্রাক্তন মেয়রের সঙ্গে ছিন্ন হয়েছে তৃণমূলের সম্পর্ক। বিজেপিতে যোগ দিলেও সে সম্পর্কও বেশিদিন টেকেনি। বিধানসভা ভোটে কাঙ্ক্ষিত টিকিট না পেয়েই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।  

Around The Web

Trending News

You May like