মাথাঘোরা, বমি, দাঁড়াতে সমস্যা! হাসপাতালে ভর্তি হলেন কুণাল

মাথাঘোরা, বমি, দাঁড়াতে সমস্যা! হাসপাতালে ভর্তি হলেন কুণাল

কলকাতা: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। শেষ কয়েক দিন একই রোগে ভীষণ ভুগছিলেন তিনি বলে জানা গিয়েছে। সেই রোগের কারণেই এবার হাসপাতালে ভর্তি হতে কার্যত বাধ্য হলেন তিনি। এদিন তাঁর রোগ নিয়ে নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন কুণাল ঘোষ। আগামী কয়েক দিন তাঁকে যে হাসপাতালে থাকতে হবে এবং কাজের বাইরে থাকবেন, সেটাও জানিয়েছেন। 

তৃণমূল নেতা ফেসবুকে লিখে জানিয়েছেন, ”ভার্টিগোর প্রবল কামড়। মাথাঘোরা, বমি। দাঁড়ানোর সমস্যা। কুড়ি দিনে দুবার। ওষুধ কাজ করছে না, ইনজেকশন নিয়ে ঘুমোতে হল। এখন হাসপাতালে ভর্তি। পরীক্ষা চলছে। চার পাঁচদিন যোগাযোগের বাইরে থাকতে হবে। আফশোস। কিন্তু শরীর সাড়া দিচ্ছে না।” কয়েক দিন আগেও একই ধরনের সমস্যায় ভুগেছেন কুণাল। দ্বিতীয় বার ওই সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন তিনি। এই প্রেক্ষিতে প্রায় নিশ্চিত হয়ে গেল যে, শুক্রবার ২১ জুলাইয়ের মঞ্চে তাঁকে আর দেখা যাচ্ছে না। কারণ এই দুদিনে তিনি যে হাসপাতাল থেকে ছাড়া পাবেন না তা স্পষ্ট। 

এমনিতেই অন্য বারের থেকে এ বার তৃণমূলের ২১ জুলাই কর্মসূচি অনেকটাই আলাদা। সদ্য পঞ্চায়েত ভোটে বিপুল জয় পেয়েছে দল। অন্যদিকে ২০২৪ লোকসভা নির্বাচনের আগে শেষ ২১ জুলাই সভা। সব মিলিয়ে উত্তেজনার কোনও শেষ নেই। কিন্তু এই দিনে কুণাল ঘোষ থাকতে পারবেন না বলেই আপাতত মনে করা হচ্ছে। এখন পুরোটাই নির্ভর করছে তিনি আগামী ২ দিন কেমন থাকেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − nine =