Aajbikel

নজরে পঞ্চায়েত ভোট, কাঁটা উপড়াতে শুভেন্দু গড়ে স্পেশ্যাল অ্যাসাইনমেন্টে’ কুণাল

 | 
কুণাল শুভেন্দু

কলকাতা: শিয়রে পঞ্চায়েত ভোট। তার আগে শুভেন্দু গড়ে রাজনৈতিক লড়াইয়ে বিশেষ কৌশল নিল তৃণমূল কংগ্রেস৷ পূর্ব মেদিনীপুরের দায়িত্ব সঁপা হল তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের হাতে। দলীয় সূত্রে খবর, হলদিয়ায় জেলা ও ব্লক কমিটির সঙ্গে সমন্বয় করবেন দলের রাজ্য সম্পাদক। মঙ্গলবার থেকেই কাজে নেমে পড়বেন তিনি৷ নিজেকে তৃণমূলের ‘খারাপ সময়ের সৈনিক’ বলে উল্লেখ করা কুণাল এবার হলদিয়ায়।

আরও পড়ুন- কখনও ওদের মুখোমুখি হয়েছেন? যারা আজও ঘুরেবেড়ায় কলকাতার বুকে

মেদিনীপুরের মাটি থেকে শুভেন্দু ‘কাঁটা’ উপড়ে ফেলতে কুণালকে আসরে নামাচ্ছে রাজ্যের শাসকদল৷ মঙ্গলবার, ১ নভেম্বর থেকেই পূর্ব মেদিনীপুরের দায়িত্ব নিতে বলা হয়েছে কুণালকে। পূর্ব মেদিনীপুরে কাঁথি এবং তমলুক, দুটি সাংগঠনিক জেলা আছে৷ পঞ্চায়েত ভোটের আগে জেলা সভাপতিদের পাশাপাশি দায়িত্ব সামলাবেন কুণাল৷ মূলত তাঁদের মধ্যে সমন্বয়কারী হিসেবেই গুরুত্বপূর্ণ ভূমিকায় পালব করতে তলেছেন দলের রাজ্য  সম্পাদক৷ দলের নির্দেশমতো, তিনি জেলা ও ব্লক কমিটির মধ্যে সেতুবন্ধন গড়ে তুলবেন৷ 


আসন্ন পঞ্চায়েত ভোট এবং হলদিয়ার পুরনির্বাচনকে পাখির চোখ করেই কুণালকে ‘বিশেষ অ্যাসাইনমেন্ট’  পাঠানো হচ্ছে বলে তৃণমূল সূত্রে খবর। শুভেন্দুর গড়ে শাসকদলের সংগঠন মজবুত করে বিজেপিকে মাত দেওয়াই হবে রাজ্যসভার এই প্রাক্তন সাংসদের কাজ৷ এই কাজের জন্য হলদিয়ায় একটি বাড়িও নাকি ভাড়া নিয়েছেন কুণাল। মঙ্গলবারই সেখানে আনুষ্ঠানিক ‘গৃহপ্রবেশ’৷ 
 

Around The Web

Trending News

You May like