কলকাতা: সারদা মামলা নিয়ে ফের একবার বিজেপি বিধায়ক তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। এবার সারদা কাণ্ডের মূল অভিযুক্ত সুদীপ্ত সেনের বয়ান টুইট করে বিজেপি বিধায়কের গ্রেফতারি চেয়েছেন তিনি। কুণাল যে টুইট করেছেন তাতে দাবি করেছেন যে, আদালত থেকে পাওয়া সুদীপ্ত সেনের চিঠির প্রেক্ষিতে তিনি এই গ্রেফতারের দাবি করছেন। (যদিও সত্যতা যাচাই করেনি আজ বিকেল)।
কী টুইট করেছেন কুণাল? তিনি লিখেছেন, “এটি সারদার কর্ণধার সুদীপ্ত সেনের বয়ান। উনি অভিযোগ করেছেন যে শুভেন্দু অধিকারী বিপুল টাকা নিয়েছেন। তিনি রাখালের নাম করেছেন যিনি তাঁর সহযোগী (বর্তমানে জেলে রয়েছেন)। পুলিশ সিবিআই এবং ইডির উচিত রাখালকে জেরা করা। তদন্তের স্বার্থে প্রভাবশালী শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে হবে।” বাংলার বিধানসভা নির্বাচনের আগে যখন বিজেপিতে যোগদান করলেন শুভেন্দু অধিকারী তারপর থেকেই এই মামলা নিয়ে তাঁর বিরুদ্ধে সুর চড়িয়ে গিয়েছেন কুণাল ঘোষ। এর আগেও বারংবার শুভেন্দু অধিকারীর গ্রেফতারির দাবি তুলেছিলেন তিনি। এবার একবার ফের আদালতের থেকে পাওয়া নথি দেখিয়ে একই দাবি বহাল রাখলেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র। প্রসঙ্গত, সেচ দফতরের আর্থিক প্রতারণার মামলায় মাস খানেক আগে শুভেন্দু-ঘনিষ্ঠ রাখালকে গ্রেফতার করেছে পুলিশ।
Statement of Sudipta Sen, owner of Saradha. His allegation: Shuvendu took huge money. Sen named Rakhal (now in custody) as his associate. Police, ED, CBI Should ask Rakhal. And for the sake of Investigation influencial Shuvendu must be arrested. Source: certified copy from court. pic.twitter.com/u9qngSLJa5
— Kunal Ghosh (@KunalGhoshAgain) July 3, 2021
উল্লেখ্য, ইতিমধ্যেই সলিসিটার জেনারেল তুষার মেহতার সঙ্গে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর বৈঠকের বিষয় নিয়ে আলোড়ন বঙ্গে। অভিযোগ, বৃহস্পতিবার তুষার মেহতার বাড়ি গিয়ে বৈঠক করেন শুভেন্দু অধিকারী৷ প্রায় ২০ মিনিট ছিলেন সেখানে। নারদ কাণ্ডে অভিযুক্ত শুভেন্দু অধিকারী কী ভাবে সলিসিটার জেনারেলের সঙ্গে বৈঠক করতে পারেন, এই প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি পাঠিয়েছেন তৃণমূলের তিন সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সুখেন্দু শেখর রায় ও মহুয়া মৈত্র৷ তুষার মেহতার অপসারণ চাওয়া হয়েছে চিঠিতে। যদিও এই ইস্যুতে ইতিমধ্যেই সাফাই দিয়ে সলিসিটার জেনারেল তুষার মেহতা দাবি করেছেন, গতকাল আকস্মিক ভাবেই শুভেন্দু অধিকারী তাঁর বাড়িতে গিয়েছিলেন৷ তবে শুভেন্দুর সঙ্গে বৈঠক হয়নি তাঁর৷