পদত্যাগ করে রাজ্য ছাড়া উচিত! রাজ্যপালকে বেনজির আক্রমণ কুণালের

পদত্যাগ করে রাজ্য ছাড়া উচিত! রাজ্যপালকে বেনজির আক্রমণ কুণালের

কলকাতা: পঞ্চায়েত ভোটের আবহে রাজ্যপাল সিভি আনন্দ বোস পরোক্ষে বহুবার আক্রমণ করেছেন রাজ্যের সরকার এবং শাসক দলকে। ভোট শুরু হওয়ার আগে থেকে শেষ হওয়া এবং গণনাতেও হিংসা এবং অশান্তি নিয়ে তিনি নিশানা করেছেন। যদিও তৃণমূল কংগ্রেস বারবার তাঁকে বিজেপি দালাল, এজেন্ট বলে কটাক্ষ করে গিয়েছে। আর আজ পঞ্চায়েত ভোটের ফলাফল যখন প্রায় নিশ্চিত হয়েছে তৃণমূলের অনুকূলে তখন রাজ্যপাল বোসকে বেনজির তোপ দাগলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর কথায়, রাজ্যপালের এখনই বাংলা ছেড়ে চলে যাওয়া উচিত। 

ভোট পর্বে লাগাতার অশান্তির খবর পেয়ে রাজ্যপাল পথে নেমেছিলেন। অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের মতো তাঁকেও এলাকা পরিদর্শন করতে দেখা গিয়েছিল। এছাড়া স্থানীয় মানুষের সঙ্গে কথাও বলে তিনি হিংসার বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন। যেটা ভালোভাবে নেয়নি শাসক শিবির। তাই আজ বিপুল ভোটে জিতে ফের গ্রামবাংলার দখল নিতেই তৃণমূল শিবির তাঁকে নিশানা করল। দলীয় মুখপাত্র কুণাল ঘোষ টুইট করে তাঁর পদত্যাগ চাইলেন। কুণাল বলেন, ”মানুষের রায় দেখার পর রাজ্যপালের উচিত পদত্যাগ করে বাংলা ছেড়ে বেরিয়ে যাওয়া। তিনি বিজেপির এজেন্টের মতো কাজ করেছেন, বিরোধীদের উস্কানি দিয়ে বাংলাকে অপমান করেছেন। তাঁর কোনও অধিকার নেই এই রাজ্যের রাজ্যপাল হিসেবে আর দায়িত্বে থাকার।” 

আপাতত যা খবর তাতে অধিকাংশ জায়গাতেই তৃণমূলের জয়জয়কার হয়েছে। উত্তর থেকে দক্ষিণবঙ্গ, সব জায়গাতেই জেলা পরিষদে ছক্কা হাঁকিয়েছে ঘাসফুল শিবির। যদিও গোটা নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিরোধীদের অভিযোগের কোনও শেষ নেই।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − seven =