কলকাতা: ওড়িশায় করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনায় গোটা দেশে শোক। একের পর এক মৃতদেহ উদ্ধার হচ্ছে, আহতের সংখ্যা ৯০০ পেরিয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে, মৃতের সংখ্যাও বাড়বে। অতীতের একাধিক রেল দুর্ঘটনাকেও এই ঘটনা ছাপিয়ে যেতে পারে বলে আশঙ্কা। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, আহতদের উদ্ধার করাই প্রধান লক্ষ্য। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ঘটনাস্থলে যাবেন বলে জানা গিয়েছে। ঠিক এমন একটা সংবেদনশীল আবহে অন্যরকম বক্তব্য রাখলেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর টুইটে সেই রাজনীতির কথা।
কুণাল এদিন টুইট করে লিখেছেন, ”আজ যদি রেলমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম মমতা বন্দ্যোপাধ্য়ায় হত, তাহলে বিজেপি, সিপিএম, রাজ্য কংগ্রেস ঠিক কী কী বলত, ব্য়াখ্যা দিত, দাবি করত, ভেবে নিন। কিন্তু আজ মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের অভিভাবকত্বে উদ্ধার, ত্রাণ, এবং যোগাযোগের কাজে ঝাঁপিয়ে পড়েছে। রাজ্য সরকার সক্রিয়। বাকি কথা পরে হবে।” বোঝাই যাচ্ছে, এই রেল দুর্ঘটনা দিয়ে বিরোধীদের খোঁচা দিয়েছেন তিনি। পরোক্ষে দাবি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এই ঘটনা হলে এতক্ষণে রাজনৈতিক তরজা শুরু হত প্রবলভাবেই। তবে তাঁর এই পোস্ট নিয়ে অনেক নেটিজেনই প্রশ্ন তুলেছেন। বক্তব্য, এই সময়ে এমন কিছু বলার দরকার আছে কি?
আজ যদি রেলমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় হত, তাহলে বিজেপি, সিপিএম, রাজ্য কংগ্রেস ঠিক কী কী বলত, ব্যাখ্যা দিত, দাবি করত, ভেবে নিন।@AITCofficial কিন্তু আজ @MamataOfficial র অভিভাবকত্বে উদ্ধার, ত্রাণ এবং যোগাযোগের কাজে ঝাঁপিয়ে পড়েছে। রাজ্য সরকার সক্রিয়।
বাকি কথা পরে হবে।— Kunal Ghosh (@KunalGhoshAgain) June 2, 2023
মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই জানিয়েছিলেন যে, ৫-৬ জনকে তিনি বাংলা থেকে পাঠিয়েছেন ওড়িশায় উদ্ধারকাজের সাহায্যের জন্য। জানা গিয়েছে, এদিন সকালে তিনি নিজেই যাবেন ঘটনাস্থলে। আপাতত রেল এবং কেন্দ্রের তরফে মৃতদের পরিবার এবং আহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। দলমত নির্বিশেষে উদ্ধারে ঝাঁপিয়ে পড়েছেন রাজনৈতিক দলের কর্মীরাও।