কলকাতা: দু’দিনের সফরে বাংলায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ তাঁর সফরের দ্বিতীয় দিনেই কাশিপুরে বিজেপি কর্মী খুনের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি৷ উত্তরবঙ্গ সফর সেরে কলকাতায় ফিরেই তিনি কাশিপুর যাবেন বলে জানিয়েছেন উত্তর কলকাতা জেলা বিজেপি’র সভাপতি কল্যাণ চৌবে৷ দেখা করবেন নিহত বিজেপি কর্মী অর্জুন চৌরাসিয়ার পরিবারের সঙ্গে৷ অর্জুনের মৃত্যুতে যখন উত্তাল কাশিপুর তখন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের বিস্ফোরক টুইট, এই ঘটনা ‘সুপরিকল্পিত চিত্রনাট্য’৷ তাঁর প্রশ্ন, কাউকে শেষ করে দিয়ে বিজেপি ইস্যু তৈরির চেষ্টা করছে না তো?
আরও পড়ুন- বিনা বিচারেই কি মুক্তি হবে পার্কস্ট্রিট গণধর্ষণ মামলার মূল অভিযুক্তের?
জানা গিয়েছে, কলকাতা পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে দলের কাজকর্ম দেখাশোনা দায়িত্ব ছিল অর্জুনের কাঁধে। বৃহস্পতিবার রাতে ২০০ বাইকের একটি র্যাকলির আয়োজন নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে স্বাগত জানাতেই এই বাইক র্যামলির আয়োজন করা হয়েছিল৷ কলকাতা বিমানবন্দরে অমিত শাহকে স্বাগত জানাতে যাওয়ার কথা ছিল অর্জুনের। কিন্তু শুক্রবার সকালে উদ্ধার হল তাঁর ঝুলন্ত দেহ৷
তান্ত্রিকদের নরবলির মত।
আত্মহত্যা, নাকি আসলে নিজেদেরই বিক্ষুব্ধ শিবিরের কাউকে শেষ করে ইস্যু তৈরির চেষ্টা?
তাঁর সফরের মধ্যে হলে নাটক করার সুযোগও থাকছে।ওদেরই সুপরিকল্পিত চিত্রনাট্য নয় তো?
জনবিচ্ছিন্ন সরীসৃপরা প্রচার আর কুৎসার জন্য আর কত নামবে?
তদন্ত চলুক।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) May 6, 2022
এর পরেই টুইট করে কুণাল বলেন, ‘‘তান্ত্রিকদের নরবলির মত। আত্মহত্যা, নাকি আসলে নিজেদেরই বিক্ষুব্ধ শিবিরের কাউকে শেষ করে ইস্যু তৈরির চেষ্টা? তাঁর সফরের মধ্যে হলে নাটক করার সুযোগও থাকছে। ওদেরই সুপরিকল্পিত চিত্রনাট্য নয় তো? জনবিচ্ছিন্ন সরীসৃপরা প্রচার আর কুৎসার জন্য আর কত নামবে? তদন্ত চলুক।’’
ইতিমধ্যে কাশিপুরে পৌঁছেছেন ডেপুটি মেয়র তথা বিধায়ক অতীন ঘোষ৷ তাঁর দাবি, অর্জুন গত পুরভোটে তৃণমূলের হয়ে কাজ করেছিলেন৷ মন সিংয়ের হয়ে প্রচারের দায়িত্ব সামলেছিলেন অর্জুন চৌরাসিয়া। সুমনও অতীনের সুরে বলেন, ‘‘অর্জুন আমার হয়েই কাজ করেছিল। আমি যে ক্লাবের সভাপতি, অর্জুনও সেই ক্লাবের সক্রিয় সদস্য। সক্রিয় রাজনীতি না করলেও আমার জন্য ও খুবই খেটেছিল।’’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>