বৃহত্তর ষড়যন্ত্রে যুক্ত শোভন, আইকোরের প্রোমোটার, গ্রেফতার করা হোক: কুণাল

এই বলে শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করার দাবি তুললেন তিনি।

কলকাতা: অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে গতকাল বিজেপির রোড শোয়ে অংশগ্রহণ করেছিলেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সেই মিছিল থেকেই চিটফান্ড প্রসঙ্গ তুলে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষকে একহাত নিয়েছিলেন শোভন। অভিযোগ তুলেছিলেন, চিটফান্ড বিক্রি করার ব্যবসায় নেমে ছিলেন কুণাল। এদিন সাংবাদিক বৈঠক করে শোভন চট্টোপাধ্যায় বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূলের মুখপাত্র। কুণালের দাবি, শোভন চট্টোপাধ্যায় আইকোরের প্রোমোটার, বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। এই বলে শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করার দাবি তুললেন তিনি।

এদিন কুণাল বলেন, সারদায় কে এক কোটি টাকা পেয়েছেন তা নিয়ে তদন্ত করা হোক। তোয়ালে মুড়ে টাকা নেন শোভন, দাবি কুণালের। তাঁর বক্তব্য, গতকাল শোভন চট্টোপাধ্যায়ের যা যা বলেছেন তা শুনে মনে হয়েছে তিনি এমন কিছু জানেন যেটা তিনি তদন্তের সময় সহায়তা করতে পারেন। একইসঙ্গে এই প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, কেন শোভন চট্টোপাধ্যায় বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। এই পরিপ্রেক্ষিতে ফের একবার বিস্ফোরক অভিযোগ তোলেন কুণাল ঘোষ। স্পষ্ট দাবি করেন, তদন্ত থেকে বাঁচতেই বিজেপিতে গিয়েছেন তিনি। শোভন চট্টোপাধ্যায়কে কটাক্ষ করে এদিন কুণাল ব্যঙ্গাত্মক সুরে বলেন, তিনি কাচের ঘরে বসে ঢিল ছুড়ছেন।

গতকাল শোভন চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হয় তৃণমূল যে অভিযোগ তুলছে তার ব্যাপারে। রাজ্যের শাসক দলের অভিযোগ, দলবদল করে যারা বিজেপিতে যোগদান দিচ্ছেন তারা আদতে সিবিআই এবং ইডির ভয় পাচ্ছেন। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়ে অনেক টাকা পাচ্ছেন। এই প্রসঙ্গে শোভন চট্টোপাধ্যায় বলেন,মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে তাই এইসব কথা বলছেন তিনি। এই সরকারকে বাঁচানো খুব মুশকিল। শোভনের কথায়, যারা জীবনের পরোয়া না করে মমতা বন্দ্যোপাধ্যায়েরকে প্রতিষ্ঠা করেছিল, যে স্বপ্ন নিয়ে কাজ করা শুরু করেছিল তার থেকে আজ মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দূরে সরে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 1 =