Aajbikel

২ লক্ষের সম্পত্তি নিয়ে ২২ লক্ষের গাড়ি! 'হোলটাইমার' শতরূপকে নিয়ে প্রশ্ন কুণালের

 | 
shatarup_kunal

কলকাতা: চাকরি দুর্নীতি নিয়ে তৃণমূল সরকারের অস্বস্তির কোনও শেষ নেই। কিন্তু এরই মাঝে ঘাসফুল শিবির সিপিএম নেতাদের 'দুর্নীতি' এবং সম্পত্তি নিয়ে কাটাছেড়া করা শুরু করেছে। সম্প্রতি সুজন চক্রবর্তীর স্ত্রীর চাকরি নিয়ে বহু প্রশ্ন তুলেছে তৃণমূল। এবার আরও এক সিপিএম নেতার সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলল ঘাসফুল। তিনি শতরূপ ঘোষ। তাঁর সীমিত সম্পত্তি নিয়ে কী ভাবে তিনি লক্ষাধিক টাকার গাড়ি কিনতে পারেন সেই প্রশ্নই তুলেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এই বিষয় নিয়ে টুইট করে কিছু নথিও দেখিয়েছেন তিনি। 

আরও পড়ুন- কীভাবে দেশের উচ্চশিক্ষায় জাতপাতের দাপট? উচ্চ শিক্ষার প্রথম ধাপেই কীভাবে ব্রাত্য দলিত?

২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় কমিশনে জমা দেওয়া হলফনামায় সিপিএম নেতা শতরূপ ঘোষ জানিয়েছিলেন, তাঁর স্থাবর সম্পত্তির পরিমাণ ২ লক্ষ টাকার কাছাকাছি। সেই হলফনামার ছবি টুইট করে তৃণমূল নেতা কুণাল ঘোষ লিখেছেন, ''২০২১ সালের নির্বাচনী হলফনামা অনুযায়ী সিপিএমের শতরূপ ঘোষের সম্পত্তি ২ লক্ষ টাকা। তাহলে তিনি ২২ লক্ষ টাকার গাড়ি কী ভাবে কিনত পারলেন?'' কুণালের আরও প্রশ্ন, সিপিএমের একজন 'হোলটাইমার' হয়ে এই গাড়ি কেনার টাকা কথা থেকে পেলেন তিনি। এ বিষয়ে বিশদে জানার জন্য তৃণমূলের মুখপাত্র তথা দলের যুব সংগঠনের সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের সঙ্গে যোগাযোগ করার পরামর্শও দিয়েছেন কুণাল ঘোষ।

আপাতত সিপিএমের আর এক নেতা সুজন চক্রবর্তীর স্ত্রী মিলি চক্রবর্তীর চাকরির প্রসঙ্গ নিয়ে তোলপাড় চলছে বঙ্গে। তৃণমূলের দাবি, পরীক্ষা দিয়ে নয়, চিরকূটের মাধ্যমে বেআইনি ভাবে চাকরি পেয়েছিলেন সুজনের স্ত্রী। যদিও মিলি চক্রবর্তীর পাল্টা দাবি, চাকরির ইন্টারভিউতে তিনিই প্রথম হয়েছিলেন। জয়েনিং লেটারকে সুপারিশপত্র বলে দাবি করে মিথ্যে রটানো হচ্ছে। 

Around The Web

Trending News

You May like