কলকাতা: শনিবার বিকেলে বোমা ফাটিয়ে নিজেকে রাজনীতি থেকে সরিয়ে নেওয়ার কথা ঘোষণা করেন বাবুল সুপ্রিয়৷ সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন বলেও জানান তিনি৷ এর পরেই তাঁকে একহাত নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘আগে সাংসদ পদ ছাড়ুন, নাহলে নাটক বলব৷’ তিনি এও লেখেন, ‘‘আসলে উনি গান করতেন৷ এখন নাটক করছেন৷’’ রবিবার ফের বাবুলকে বিঁধলেন কুণাল৷
আরও পড়ুন- ‘রাজনীতিতে থাকতে গেলে ধৈর্য্য রাখাটা জরুরি’, বাবুল প্রসঙ্গে মত তথাগতর
এদিন সকালে আসানসোলের বিজেপি সাংসদকে আক্রমণ শানিয়ে কুণাল ঘোষ বলেন, ‘‘ওঁর ইস্তফার পোস্টটা আসলে নাটক৷’’ আর সন্ধ্যায় বললেন, ‘‘কী বাবুল গল্প তৈরি তো? মোদীজি নাড্ডাজিরা বললেন না ছাড়তে… স্পিকার চিঠি নিতে চাইলেন না… চিঠিতে টেকনিক্যাল ভুল রয়ে গেল… চিত্রনাট্য তৈরি?’’ তিনি আরও লেখেন, ‘‘আবার বলছি নাটক৷ কাঁচা হাতে লেখা নাটক৷ হয় ইস্তফা নাহলে নাটক স্বীকার করে পোস্ট করলে ভালো হয়৷’’ টুইটের শেষ লাইনে শোলে ছবির প্রসঙ্গ টেনে তিনি লেখেন, ‘‘জলট্যাঙ্কের উপর ধর্মেন্দ্র….৷’’
আরও পড়ুন- ভবানীপুরে দাঁড়িয়ে চা বেচলেন মদন, ‘এক ভাঁড় ১৫ লাখ’!
কী বাবুল, গল্প তৈরি তো?
মোদিজি, নাড্ডিজিরা বললেন না ছাড়তে…
স্পিকার চিঠি নিতে চাইলেন না…
চিঠিতে টেকনিকাল ভুল রয়ে গেল…
চিত্রনাট্য তৈরি?
আবার বলছি, নাটক। কাঁচা হাতে লেখা নাটক।
হয় ইস্তফা, নাহলে নাটক স্বীকার করে পোস্ট করলে ভালো হয়।
জলট্যাঙ্কের উপর ধর্মেন্দ্র…
— Kunal Ghosh (@KunalGhoshAgain) August 1, 2021
প্রসঙ্গত, গতকালও বাবুল সুপ্রিয়কে শোলের ধর্মেন্দ্রর সঙ্গে তুলনা করেছিলেন তিনি৷ আজও তাঁর টুইটে একই কথা উল্লেখ করলেন কুণাল৷ এমনকী ধর্মেন্দ্র অভিনীত কোন দৃশ্যের সঙ্গে বাবুলের মিল খুঁজে পেয়েছেন তিনি, সে কথাও জানিয়ে দিলেন৷ প্রসঙ্গত, শোলে ছবিতে জলট্যাঙ্কের উপর উঠে আত্যহত্যার নাটক করেছিলেন ধর্মেন্দ্র অভিনীত বীরু চরিত্রটি৷ বাবুলও তাঁর ইস্তফা নিয়ে নাটক করছেন বলে তোপ কুণালের৷