‘বুদ্ধবাবুকে মহামানব না বানিয়ে…’ ফেসবুক পোস্টে ফের বেলাগাম কুণাল

‘বুদ্ধবাবুকে মহামানব না বানিয়ে…’ ফেসবুক পোস্টে ফের বেলাগাম কুণাল

কলকাতা: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এই মুহূর্তে হাসপাতালে ভর্তি। তাঁকে দেখতে গিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাঁর দল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ এই সময়েও বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে বেলাগাম মন্তব্য করে চলেছেন। বাম জমানার সন্ত্রাস নিয়ে সম্প্রতি তিনি বুদ্ধদেবকে আক্রমণ করেছিলেন। এবার ফেসবুক পোস্ট করে আরও যেন বিতর্ক বাড়িয়ে দিলেন। যদিও কুণাল জানিয়েছেন, তিনি বুদ্ধদেব ভট্টাচার্যের দ্রুত আরোগ্য কামনা করছেন। কিন্তু ঠিক কী মন্তব্য করেছেন কুণাল ঘোষ? 

তৃণমূল মুখপাত্র ইতিমধ্যেই রাজ্যের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং বুদ্ধদেব ভট্টাচার্যকে নিশানা করেছেন। তাঁর দাবি, তাঁদের আমলে বাংলায় সন্ত্রাসের রাজত্ব ছিল। সিপিএম আমলেই লাগামছাড়া সন্ত্রাসের একের পর এক ঘটনার সাক্ষী থেকেছে বাংলা। এমনকি তিনি এও বলেছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্যকে কোনও ভাবেই যাতে মহাপুরুষ সাজানো না হয়। কুণালের এই মন্তব্যের পরেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে যায়। তাঁকে কটাক্ষ করা শুরু করেন অধিকাংশ মানুষ। বলা হয়, তিনি সৌজন্যবোধটুকুও হারিয়ে ফেলেছেন। এবার ফেসবুক পোস্ট করে সেই সমালোচকদের কার্যত জবাব দেওয়ার চেষ্টা করলেন কুণাল ঘোষ। তিনি আসলে ‘কে’, তা বোঝানোর চেষ্টা করলেন। 

কুণাল ফেসবুকে লেখেন, ”আমি কুণাল ঘোষ, যে সাংবাদিককে বুদ্ধদেববাবু সর্বাধিক একান্ত সাক্ষাৎকার দিয়েছেন। যার সঙ্গে বুদ্ধদেববাবুর ব্যক্তিগত পরিচয়, যোগাযোগ ছিল। আমি কুণাল ঘোষ, তিন মাসে আগেই এক অনুষ্ঠানে মীরা ভট্টাচার্যের সঙ্গে দেখা হতে বুদ্ধবাবুর সুস্থতার শুভকামনা জানিয়েছে। আমাকে দয়া করে কেউ বুদ্ধবাবু দেখাতে আসবেন না।” এরপর তিনি আরও বলেন, ”বুদ্ধবাবুকে মহামানব না বানিয়ে জ্যোতিবাবু এবং তাঁর সময়ের সন্ত্রাস, অপশাসনের কান্ডগুলি মানুষকে মনে করিয়ে দেওয়া উচিত, নতুন প্রজন্মকে জানানো উচিত।”  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =