এবার মেলা-রাজনীতি। কেন্দ্রের বিরুদ্ধে দুমুখো নীতির অভিযোগ মুখ্যমন্ত্রীর। কুম্ভে দরাজহস্ত হলেও সাগরে হাত গুটিয়ে রেখেছে কেন্দ্র। এনিয়ে ক্ষুদ্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। সাগরদ্বীপে দাঁড়িয়েই কুম্ভ বনাম গঙ্গাসাগর তুলনাটা টেনে ফেললেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, কুম্ভমেলার থেকে গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীর সংখ্যা বেশি। দেশের পয়লা নম্বর পুণ্যভূমি বলেও এগিয়ে রাখলেন গঙ্গাসাগরকে। মমতার অভিযোগ, কুম্ভকে সামনে রেখে রাজনীতি করছে বিজেপি। আদিত্যনাথ সরকারকে কুম্ভ মেলার জন্য সাহায্য করলেও, ব্রাত্য বাংলা। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ঘোষণাও করেছেন কেন্দ্রের ভিক্ষের প্রয়োজন নেই। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার একাধিক অভিযোগ তোলেন মমতা।
সাগরদ্বীপের সরকারি অনুষ্ঠানে সাধু-সন্তদের পাশাপাশি ছিলেন অন্যান্য সম্প্রদায়ের প্রতিনিধিরাও। সেখানে হিন্দুত্ব নিয়ে বিজেপির প্রচারের কড়া সমালোচনা করেন তৃণমূল নেত্রী। বিজেপির রথযাত্রাকে এদিন দাঙ্গাযাত্রা বলেও কটাক্ষ মমতা। গঙ্গাসাগরে সুন্দরবন কাপের পুরস্কার প্রদানের অনুষ্ঠান, ৪৭টি প্রকল্পের উদ্বোধন, ৫৭ প্রকল্পের শিলান্যাস ও পরিষেবা প্রদান করেন মুখ্যমন্ত্রী। সুন্দরবনকে আলাদা জেলা করা হবে বলে ঘোষণাও করেন। আর এসবের মধ্যেই বিজেপির বিরুদ্ধে বিমাতৃসুলভ আচরণের অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিন দিনের সফর শেষে হেলিকপ্টারে কলকাতায় ফেরেন মুখ্যমন্ত্রী।