ক্ষতিপূরণের ফর্ম হাতে BDO অফিসে জনতার ভিড়, বিশৃঙ্খলা, পদপিষ্ট

ক্ষতিপূরণের ফর্ম হাতে BDO অফিসে জনতার ভিড়, বিশৃঙ্খলা, পদপিষ্ট

3ece0e2d0316453ee65d833c27d87ae8

ক্যানিং: এক মাস অতিক্রান্ত৷ অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের তাণ্ডব বুকে আগলে বেঁচে আছেন উপকূলের বাসিন্দারা৷ এখনও দগদগে ঘূর্ণিঝড়ের ক্ষতি৷ ঝড়ের তাণ্ডবে মাথাগোঁজার আশ্রয়ও কার্যত টালমাটাল৷ তারপর রয়েছে করোনা৷ দীর্ঘ লকডাউনে কমেছে উপার্জন৷ হাতে নেই পর্যাপ্ত কাজ৷ জেরবার জনজীবন৷ সাধারণ নিম্নবিত্ত জনতা যখন জোড়া সংকট মোকাবিলা করছে, ঠিক তখনই সরকারি ত্রাণ ও অর্থসহযোগিতা নিয়ে চরম আর্থিক অনিয়মের অভিযোগ উঠছে জেলায় জেলায়৷ লাগামছাড়া ত্রাণ দুর্নীতির অভিযোগের পর এবার ক্ষতিপূরণের ফর্ম হাতে বিডিও অফিসে হাজারি শয়ে শয়ে ক্ষতিগ্রস্ত! ভিড়ের চাপে চরম বিশৃঙ্খলা দেখা বিডিও চত্বরে৷ অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন৷ পদপিষ্ট হয়েছেন বেশ কয়েকজন মহিলা৷ আবেদনপত্র হাতে বিডিও অফিসে সাধারণ জনতার ভিড়,  বিশৃঙ্খলা বলে দিচ্ছে পরিস্থিতি ঠিক কতটা ভয়াবহ!

ঝড় পরবর্তী ক্ষতিপূরণ দাবি ররে ফর্ম জমা দিতে গিয়ে ধাক্কা-ধাক্কি, ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েছেন দু তিনজন মহিলা৷ দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে বিডিও অফিসের সামনে জমায়েত করেন কয়েক হাজার বাসিন্দা৷। ঝড়ের ক্ষতিপূরণের ফর্ম জমা দিতে হুড়োহুড়ি পড়ে যায় স্থানীয়দের মধ্যে৷ বিডিও অফিসের সামনে সকাল থেকেই লম্বা লাইনে দাঁড়ান কয়েক হাজার জনতা৷ আর তাতেই বিপত্তি বাধে কুলতলি বিডিও অফিসের সামনে৷ শুরু হয় চরম বিশৃঙ্খলা৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোনও পুলিশকর্মীকে দেখা যায়নি বলে অভিযোগ স্থানীয়দের৷ আত তাতেই পরিস্থিতি আরও বেগতিক হয়ে যায় বলে অভিযোগ স্থানীয়দের৷

জানা গিয়েছে, ঝড়ে ক্ষতিপূরণ ফর্ম জমা দিতে গিয়ে সাধারণ মানুষের ভিড়ের চাপে চরম  বিশৃঙ্খলা দেখা যায় বিডিও অফিসের৷ পদপিষ্ট হয়ে অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন মহিলা৷ পরে অসুস্থ ৩ মহিলাকে স্থানীয় জয়নগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷  কিন্তু প্রশ্ন উঠছে, ঘূর্ণিঝড়ে জেরে যখন বিধ্বস্ত মানুষ, হঠাৎ কেন বিডিও অফিসের সামনে লম্বা ভিড় জমালেন বাসিন্দারা? আগাম কী কোন খবর ছিল না প্রশাসনের কাছে? পরিস্থিতি নিয়ন্ত্রণে আগাম কেন পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া গেল না? করোনা সংক্রমণের আবহে এভাবে ভিড়, জমায়েত আদৌ কতটা কাঙ্খিত? ঘূর্ণিঝড়ের ক্ষতিপূরণ পেতে কেন সাধারণ মানুষকে ফর্ম হাতে ভিডিও অফিসে ছুঁটতে হচ্ছে? প্রশ্ন তুলেছেন সাধারণ বাসিন্দাদের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *