কৃষ্ণনগর: ‘দিদিকে বলো’ কিংবা ‘বাংলার গর্ব মমতা’৷ এবার জনতার জন্য খুলছে ‘দিদির বাজার’! দুঃস্থ-অসহায়দের পাশে দাঁড়াতে নয়া উদ্যোগ কৃষ্ণনগরে৷
বক্সীগঞ্জের পদ্মাপাড় নয় শনিবাসরীয় এই হাটের ব্যস্ততা কৃষ্ণনগরের বাদকূল্লা মোড়ে। লকডাউনে অসহায় হয়ে পড়া মানুষদের সাহায্য করতে তৃণমূল ছাত্র পরিষদের এক অভিনব উদ্যোগ। তৃতীয় ইনিংস শুরুর আগে থেকেই রাজ্যবাসীর মন বুঝতে একাধিক কর্মসূচি চালু করেছে তৃণমূল৷ তালিকায় নাম রয়েছে ‘দিদিকে বলো’ থেকে শুরু করে ‘বাংলার গর্ব মমতা’ মতো জনসংযোগ কর্মসূচি। এরপর করোনা ও লকডাউন আবহে অভাবনীয় উদ্যোগ নিয়ে শুরু হয় ‘দিদির রান্নাঘর’। এই প্রকল্পে ৫ টাকার বিনিময়ে ভরপেট খাবার পান অসহায়-দুঃস্থরা৷ এবার ঠিক একই লক্ষ্য নিয়ে ‘দিদির বাজার’র আয়োজন হল নদীয়ায়। নদীয়া জেলা তৃণমূল ছাত্র পরিষদ ও কৃষ্ণনগর সাংগঠনিক জেলা কমিটির নির্দেশে, কৃষ্ণনগর ৯ নম্বর ব্লক দক্ষিণ তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে এই আয়োজন। কৃষ্ণনগরের ভাতজাংলা বাদকুল্লা মোড়ে বসে বিনামুল্যের এই বাজার।
বিনামূল্যের বাজার থেকে ওই অঞ্চলের দুঃস্থ-অসহায় মানুষের হাতে তরিতরকারি, শাকসবজি তুলে দেওয়া হয়। উদ্যোক্তারা জানান, আগামী দিনে জেলার বিভিন্ন ব্লকে ব্লকে দিদির বাজারের আয়োজন করবেন। এই প্রকল্পের মাধ্যমে এদিন উপকৃত হন এলাকার প্রায় সাড়ে ৩০০ মানুষ। কৃষ্ণনগরের ভাতজাংলা বাদকুল্লা মোড়ে এই কর্মসূচির উদ্বোধন করেন নদিয়া জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের একাধিক সদস্য সহ তৃণমূল নেতৃত্ব।
লকডাউনে কর্মহীন হয়ে পড়া সাধারণ মানুষ কোনও রকমভাবেই যাতে অভুক্ত না থাকে সেই লক্ষ্যেই এই ধরনের উদ্যোগ। এর আগেও নদিয়া জেলার প্রতিটি ব্লকেই ‘মা ক্যান্টিনের’ মাধ্যমে দুস্থ-পরিবারের হাতে এক বেলা রান্না করা খাবার তুলে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা।