‘চন্দনা খুব ভালো মেয়ে, ওঁকে ভুল বোঝানো হচ্ছে’, ‘স্বামী’ কৃষ্ণর মন্তব্যে শোরগোল

‘চন্দনা খুব ভালো মেয়ে, ওঁকে ভুল বোঝানো হচ্ছে’, ‘স্বামী’ কৃষ্ণর মন্তব্যে শোরগোল

 

কলকাতা:  শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ির দ্বিতীয় বিয়ে নিয়ে সরগরম রাজ্য রাজনীতি৷ জোড় গুঞ্জন, নিজের স্বামী, সন্তানকে ছেড়ে গাড়ির চালিককে বিয়ে করেছেন রাজ্যের সবচেয়ে দরিদ্র এই বিধায়ক৷ যদিও এ কথা অস্বীকার করেছেন তিনি৷ কিন্তু ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে৷ হাসপাতাল থেকে ছাড়া পেয়েই ফের দ্বিতীয় স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হলেন কৃষ্ণ কুণ্ডু৷ তাঁর অভিযোগ, চন্দনার প্রথম স্বামী ভুল পথে নিয়ে যাচ্ছে ওঁকে৷ 

আরও পড়ুন- মৃত্যু শূন্য হলেও সংক্রমণের শীর্ষে কলকাতা, একদিনে রাজ্যে আক্রান্ত ৬১৩

দ্বিতীয় বার বিয়ের পরেই অসুস্থ হন কৃষ্ণ কুণ্ডু৷ স্বামীর সেবায় দিন রাত এক করে হাসপাতালে পড়েছিলেন তাঁর প্রথম স্ত্রী রুম্পা কুণ্ডু৷ চন্দনার সঙ্গে সংসার করার ভুত তাঁর মাথা থেকে সরানোর চেষ্টাও চালান তিনি৷ কিন্তু বিয়ের পর চন্দনাকে ছেড়ে থাকতে নারাজ কৃষ্ণ৷ মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েই ফের স্ত্রী চন্দনার প্রশংসা ঝরে পড়ল তাঁর মুখে৷ তিনি বলেন,  ‘চন্দনা খুব ভালো মেয়ে। ওঁকে ভুল বোঝানো হচ্ছে।’ সেই সঙ্গে ফেসবুকে চন্দনার প্রথম স্বামী বিজেপি’র মণ্ডল সভাপতি শ্রাবণ ও ছাতনার বিধায়ককে একহাত নেন কৃষ্ণ৷ চন্দনার দ্বিতীয় স্বামীর কথায়, ‘‘ছাতনার বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায় বলেছেন, আমাকে ধুলোর সঙ্গে মিশিয়ে দেবেন৷ আমি জেলা সভাপতিকে বলচে চাই,  আমাকে ফাঁসানোর জন্য চক্রান্ত হচ্ছে। শালতোড়ায় সংগঠন বলে কিছু নেই, সব শেষ করে দিয়েছে।’’

আরও পড়ুন- বিয়ের দাবিতে সিভিক ভলানটিয়ারের বাড়ির সামনে ধর্নায় তরুণী

এদিকে চন্দনার বিরুদ্ধে সংসার ভাঙার অভিযোগ এনেছেন কৃষ্ণর প্রথম পক্ষের স্ত্রী৷ যদিও গাড়ির চালকের সঙ্গে বিয়ের কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন চন্দনা৷ তাঁর দাবি, মিথ্যে অভিযোগ এনে তাঁর নামে কুৎসা রটানোর চেষ্টা করছে শাসক দল৷ কিন্তু পরকীয়ার জল গড়িয়েছে গঙ্গাজলঘাঁটি থানা পর্যন্ত৷ হাসপাতালের বেডে শুয়ে কৃষ্ণ বলেছিলেন, “মন্দিরে গিয়ে ভগবানকে সাক্ষী রেখে চন্দনাকে বিয়ে করেছি। তাঁর সঙ্গে সংসার করব। আমরা দু’জন একসঙ্গে পথ চলার শপথ নিয়েছি।” 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *