পারদ নামল ১১ ডিগ্রিতে! মরশুমের শীতলতম দিন আজ, ঠান্ডায় কাবু কলকাতা

পারদ নামল ১১ ডিগ্রিতে! মরশুমের শীতলতম দিন আজ, ঠান্ডায় কাবু কলকাতা

coldest day

কলকাতা: বাংলায় একটি প্রবাদ চালু রয়েছে, ‘মাঘের শীত বাঘের গায়ে’৷ সেই প্রবাদ যে কতখানি সত্যি, তা বেশ হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে৷ পৌষের শুরুতে সাড়া জাগাতে না পারলেও, শেষ থেকে ধুরু হয়েছে শীতের ধুন্ধুমার ব্যাটিং৷  হু হু করে নামছে পারদ৷ সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস৷ সেই রেকর্ড ভেঙে মঙ্গলবার পারদ নামল ১১.৮ ডিগ্রি সেলসিয়াসে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আপাতত এটাই মরশুমের শীতলতম দিন। উত্তরবঙ্গ ও পশ্চিমের জেলাগুলিতে পড়েছে হাড় কাঁপানো শীত।  এদিকে মঙ্গলবার সকাল থেকেই আকাশ পরিষ্কার৷ কুয়াশার দাপট কমতেই রোদ ঝলমলে হয়ে উঠেছে আকাশ৷ ফলে শীতও দারুন উপভোগ্য হয়ে উঠেছে। তবে রয়েছে বৃষ্টির পূর্বাভাস৷  বুধ থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের কয়েকটি জেলায়। বেশি প্তারভাব পড়বে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে।

কিন্তু কতদিন থাকবে শীত? হাওয়া অফিস জানাচ্ছে, চলতি সপ্তাহের ৩দিন এমনই ঠান্ডা বজায় থাকবে। সপ্তাহান্ত থেকে কিছুটা কমতে পারে শীতের দাপট। জানুয়ারির শেষ থেকে তাপমাত্রার বাড়তে শুরু করবে৷ ফলে এই কটা দিন জমিয়ে শীত উপভোগ করতে চাইছে বঙ্গবাসী৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *