উত্তুরে হাওয়ার পথে বাধা, তবুও সপ্তাহান্তে পারদ নামছে হু হু করে, জাঁকিয়ে শীত বঙ্গে

উত্তুরে হাওয়ার পথে বাধা, তবুও সপ্তাহান্তে পারদ নামছে হু হু করে, জাঁকিয়ে শীত বঙ্গে

কলকাতা: গোটা ডিসেম্বর জুড়ে ঠাণ্ডার অপেক্ষায় হাপিত্যেশ করে বসেছিল বঙ্গবাসী৷ বছর শেষে নিরাশ হতে হলেও, বছরের শুরুতেই রাজ্যজুড়ে কনকনে শীতের আমেজে রাজ্যবাসী। ধীরে ধীরে তাপমাত্রার পারদপতন ঘটছে। শীতে কাবু হচ্ছে দক্ষিণবঙ্গের মানুষ৷ বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস৷ স্বাভাবিকের থেকে যা ১ ডিগ্রি৷ তবে মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা যা ছিল তার চেয়ে বুধবারের তাপমাত্রা কমেছে। আলিপুর হাওয়া দফতর জানাচ্ছে, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে৷ 

আরও পড়ুন- বাবা রাজমিস্ত্রি, ভাঙা ঘর থেকে লড়াই করেই ISS-এ দেশে দ্বিতীয় আলিপুরদুয়ারের বাপ্পা

শুধু দক্ষিণবঙ্গ নয়, হাড়-হিম করা ঠান্ডায় কাঁপছে গোটা উত্তর ভারত৷ অমৃতসরের তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস, কানপুরের তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস, লখনৌয়ের তাপমাত্রা ১০.৬ ডিগ্রি সেলসিয়াস। বলে রাখা ভালো, এটা কিন্তু সর্বনিম্ন মানে রাতের তাপমাত্রা নয়৷ এটা ছিল মঙ্গলবারের সর্বোচ্চ তাপমাত্রা। উত্তর ভারতে একেবারে ভালোমতো কামড় বসিয়েছে শীত৷ কাঁপুনি ধরাচ্ছে উত্তুরে হাওয়া৷ এমন ‘কোল্ড ডে’র নেপথ্যে রয়েছে ঘন কুয়াশা। ঘন কুয়াশা ভেদ করে ঢুকতেই পারছে না রোদের আলো৷ 

সে দিক থেকে দেখলে কলকাতায় অনেকটাই গরম৷ মঙ্গলবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি কম। সকাল থেকেই আকাশ ঢাকা ছিল ঘন কুয়াশায়৷ বুধবারও তাই৷ তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যাবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। এদিন আকাশ মূলত পরিষ্কার থাকবে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির সম্ভাবনা নেই।

আগামী দু’দিন হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। কুয়াশার পরিমাণ বাড়ায় উত্তুরে হাওয়া অনেকটাই বাধা পাচ্ছে। তবে, আবহাওয়াবিদরা জানাচ্ছেন, চলতি সপ্তাহেই তাপমাত্রা আরও কমবে। ২৪ ঘণ্টা পর থেকেই পারদ নামতে থাকবে বলে পূর্বাভাস। তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামতে পারে বলে ইঙ্গিত হাওয়া অফিসের৷