নিম্নচাপের জেরে তুমুল বৃষ্টিতে ভাসছে দক্ষিণবঙ্গ, দিন-ভোর চলবে দুর্যোগ

নিম্নচাপের জেরে তুমুল বৃষ্টিতে ভাসছে দক্ষিণবঙ্গ, দিন-ভোর চলবে দুর্যোগ

ca5e415a17037f83c5887f7884c6b520

কলকাতা:  বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপের জেরে বঙ্গজুড়ে শ্রাবণের ছোঁয়া৷ প্রায় প্রতিটা দিন মুখ ভার করে ঘুম ভাঙছে আকাশের৷ ঝরছে বৃষ্টি৷ জল যন্ত্রণায় ভুগছে কলকাতা সহ গোটা দক্ষিণ বঙ্গ৷ এরই মধ্যে আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে৷ আপাতত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মাঝামাঝি অবস্থান করছে সেটি৷ যার জেরে বুধবার দিনরাত বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গে৷ জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস৷ 

আরও পড়ুন- আবার ১০০ পার কলকাতার সংক্রমণ! চিন্তা বাড়াচ্ছে আরও দুই জেলা

মঙ্গলবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগণা সহ উপকূলবর্তী জেলাগুলিতে৷ বুধবার সকাল থেকেও অবিরাম বৃষ্টি হয়ে চলেছে৷ নিম্নচাপের জেরে আগামী ২৪ ঘণ্টা অবস্থার পরিবর্তন হওয়ার কোনও সম্ভাবনা নেই৷ আজ পশ্চিম মেদিনীপুর  ও ঝাড়গ্রামে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া ও পুরুলিয়ার কিছু জায়গাতেও৷ ভারী বৃষ্টি হবে হাওড়া, হুগলি, দুই ২৪ পরগণা ও দুই বর্ধমানে৷ তবে নিম্নচাপ স্থলভাগে ঢুকে পড়লে কমবে ঝড়ো হাওয়ার দাপট৷ 

এদিকে টানা বৃষ্টির জেরে আজ তাপমাত্রাও কম থাকবে৷ তাপমাত্রা থাকবে ২৪.১ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম৷ অন্যদিকে বৃষ্টিতে জল জমতে শুরু করেছে কলকাতার বিভিন্ন জায়গায়৷ তার উপর জোয়ারের জন্য সকাল ও সন্ধ্যেবেলা লকগেট বন্ধ থাকায় জলযন্ত্রণা আরও বাড়বে৷ উত্তরের ঠনঠনিয়া, কালাকার স্ট্রিট, মহাত্মা গান্ধী রোড, কলেজ স্ট্রিট, মধ্য কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউ, দক্ষিণ কলকাতার বালিগঞ্জ, তারাতলা, নিউ আলিপুরে টানা বৃষ্টিতে জলে থৈ থৈ অবস্থা৷ 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *